Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:২০১৪ সালে লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপর থেকে দেশ জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। কিন্তু ১০ বছর ক্ষমতায় থাকার পর মোদী ঝড় অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে, এমনকি গেরুয়া রঙের দাপটও অনেকটাই ফিকে হয়েছে।

যার প্রভাব পড়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, ১০ বছর পর প্রথমবার একক সংখ্যা গরিষ্ঠতা পেল না বিজেপি। মূলত জোটসঙ্গীদের নিয়েই নরেন্দ্র মোদীকে সরকার চালাতে হবে।

এখনও পর্যন্ত ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রীদের তালিকায় সবচেয়ে কম ভোটের ব্যবধানে এবার জিতেছেন মোদী। ভোটে জয়ের পর ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রীদের ভোট জয়ের ব্যবধানের(শতাংশের বিচারে) তালিকায় সবার শেষে আছেন মোদী। বারাণসী কেন্দ্র থেকে তৃতীয়বার জয়ী হলেন নমো। যদিও এক ধাক্কায় নরেন্দ্র মোদীর জয়ের মার্জিন কমল ৬৮ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদী নিজের কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে ছিলেন, কিন্তু পরের দিকে তিনি তা পূরণ করে দেন এবং জয়ী হন। যদিও কমেছে ভোটের হার এবং মার্জিন।

ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীদের ভোটে জয়ের শতাংশের ব্যবধানে সবথেকে পিছনের সারিতে নমো। ২০২৪ সালে মোদীর ভোট জয়ের ব্যবধান মাত্র ১৩.৪৯%। ১৯৮৪ সালে রাজীব গান্ধী সব থেকে বেশি ব্যবধানে জিতেছিলেন ৭২.১৮%। দ্বিতীয় স্থানে রাজীব গান্ধীই আছেন। ১৯৮৯ সালের নির্বাচনে তিনি ৫০.২২% ব্যবধানে জিতেছিলেন। তৃতীয় স্থানে আছেন নরেন্দ্র মোদী।২০১৯ সালে লোকসভা ভোটে তাঁর জয়ের ব্যবধান ছিল ৪৫.২২%।
চতুর্থস্থানে আছেন ইন্দিরা গান্ধী। ১৯৭১ সালের ভোটে তিনি জিতেছিলেন ৪০.৪৭% ভোটে। অটল বিহারী বাজপেয়ী ২০০৪ সালে জিতেছিলেন ৩২.৭৪% ভোটে। যদিও বাজপেয়ী সেই বছরের ভোটে আর প্রধানমন্ত্রী হতে পারেননি। ইন্দিরা গান্ধী ১৯৬৭ সালের ভোটে জিতেছিলেন ৩৫.২৪% ভোটে। জহরলাল নেহেরু ১৯৬২ সালের ভোটে জিতেছিলেন ৩৩.৪৬% ভোটে। চরণ সিং ১৯৮০ সালে জিতেছিলেন ৩৩.৩৩% ভোটে।

১৯৯৬ সালে পিভি নরসীমা রাও-র ভোট জয়ের ব্যবধান ছিল ৩০.৯৭%।১৯৫৭ সালে নেহেরু জিতেছিলেন ২১.৮৮% ভোটের ব্যবধানে। ১৯৫২ সালে নেহেরুর জয়ের ব্যবধান ছিল ১৯.৪৯%। বাজপেয়ী ১৯৯৯ সালে জিতেছিলেন মাত্র ১৬.৪% ভোটের ব্যবধানে। ১৯৯৬ সালে নরসীমা রাও ১৩.৫৬% ভোটের ব্যবধানে জিতেছিলেন।
অর্থ্যাত এই পরিসংখ্যান থেকে স্পষ্ট ক্ষমতা ধরে রাখলেও ভোটে জিতলেও এবার মোদীর জনপ্রিয়তা ব্যপাকভাবে হ্রাস পেয়েছে। তার প্রভাব দেখা গেল ফলাফলেও। এবার জোট সরকার চালাতে হবে মোদীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *