Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রাজভবনেই নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ রাজ্যপাল! সিভি আনন্দ বোস নিরাপদ নন! বর্তমান পুলিশ কর্মীরা রাজভবনে নিরাপত্তা দিচ্ছেন। তাদের জন্যই এই নিরাপত্তাহীনতা বোসের? চাঞ্চল্যকর খবর সামনে এল বৃহস্পতিবার।

এই বার্তা আর কেউ নন। স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসই দিয়েছেন। রাজভবনে কলকাতা পুলিশের বাহিনী মোতায়েন থাকে। বর্তমানে যারা নিরাপত্তায় আছেন, তাদের জন্য অসুরক্ষিত অনুভব করছেন রাজ্যপাল।

দিন কয়েক আগেই পুলিশকে রাজভবন থেকে সরে যেতে বলা হয়েছিল। রাজভবন থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সরেনি৷ কলকাতা পুলিশই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

কিন্তু কেন রাজ্যপাল নিরাপত্তাহীনতায় ভুগছেন? রাজ্যপালের ব্যক্তিগত সচিবকে হুমকি দেওয়া হয়েছে। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ ও তার সহযোগীরা এই হুমকি দিয়েছে। এই কথা রাজ্যপাল জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে এই কথা জানিয়েছেন বোস৷

রাজ্যপাল বলেছেন, ” আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। রাজভবনে কলকাতা পুলিশের কাছে আমি
নিরাপদ নই। কিন্তু কোনও ব্যবস্থা নেই। ” রাজ্য সরকারের কাছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে। বাইরের কোনও প্রভাবশালীদের কথাতেই তারা এই কাজ করছেন। এমনটাই মনে করছেন রাজ্যপাল।

রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব ক্রমশ বেড়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের সম্পর্ক এখন যোজন মাইল দূরত্বের। স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তারপর থেকেই সেই সম্পর্ক আরও খারাপ জায়গায় যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালকে বিভিন্ন সময়ে তীব্র কটাক্ষ করেছেন।

এবার রাজ্যপাল নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্ক এবার কোন দিকে বাঁক নেয়? তারই জল মাপছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *