Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ডাক্তারি প্রবেশিকায় NEET এর প্রশ্নপত্র ফাঁস (NEET-UG row) নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যেই সামনে আসছে লালু পুত্র তেজস্বী যাদবের নাম। বিতর্কের মধ্যেই আজ বৃহস্পতিবার বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন।

তাঁর দাবি, প্রশ্নফাঁসে মূল (NEET controversy) অভিযুক্ত সিকন্দরের সঙ্গে তেজস্বী যাদবের পিএ প্রীতম যাদবের যোগ রয়েছে। আর এই প্রীতমই সিকন্দরের জন্য পাটনায় গেস্ট হাউস বুকিং করেছিল। আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও ইতিমধ্যে এই ঘটনায় বিহারের পিডাবলুডি’র তিনজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে বিজয় সিনহা বলেন, বিষয়টি (NEET controversy) নিয়ে উচ্চপদসস্থ আধিকারিকদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। অভিযোগের পাশাপাশি প্রমাণও সামনে আনেন বিহারের উপ ম্যুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ১লা মে তেজস্বী যাদবের ডেপুটি সেক্রেটারি প্রীতম যাদব তার মোবাইল থেকে রাত ৯ টায় NHAI অফিসের এক আধিকারিককে ফোন করে ঘর= বুকিং করতে বলেন। এরপর চার মে প্রীতম চারবার ওই ব্যক্তিকে ফোন করেছিল। সমস্ত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিজয় সিনহা।

আর এরপরেই এই ইস্যুতে তেজস্বী যাদবকে আক্রমণ শানান। বলেন, অবিলম্বে প্রাক্তন মন্ত্রীর উচিৎ এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া। এমনকি প্রীতমের সঙ্গে সম্পর্ক নিয়েও কড়া ভাষায় লালু-পুত্রকে আক্রমণ শানান বিজেপি নেতা। এমনকি মূল অভিযুক্ত সিকান্দারের সঙ্গে কী সম্পর্ক তা নিয়েও তাঁর ব্যাখ্যা দেওয়া উচিত বলেও তোপ।

বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, সিকান্দারের সঙ্গে তেজস্বীর সম্পর্ক খুব গভীর। এমনকি তাঁর ঘরেও যাতায়াত আছে। ফলে অবশ্যই এই বিষয়ে তাঁর জবাব দেওয়া উচিৎ বলে তোপ বিজয় সিনহার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তেজস্বী যাদবের কোনও বক্তব্য সামনে আসেনি। তবে অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে বিরোধী শিবির।

বলে রাখা প্রয়োজন, এদিন প্রশ্নপত্র ফাঁস (NEET controversy) নিয়ে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এইসভিএন ভাট্টির বেঞ্চে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে NTA এবং কেন্দ্রের জবাব তলব করে আদালত। শুধু তাই নয়, দেশের বিভিন্ন হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চলছে। সেগুলির শুনানির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে কাউন্সেলিং বন্ধ করা নিয়ে এদিন কোনও হস্তক্ষেপ করেনি বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *