Spread the love

 

 

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ রবিবার পার্ক স্ট্রিটে রাতে নিরাপত্তায় প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী রাস্তায় নামছেন। বর্ষবরণ উদযাপনের প্রাক্কালে রাত বারোটার সময় বাইক আরোহী বহু যুবক বেপরোয়া হয় বলে অভিযোগ ওঠে। তাই এ ব‌্যাপারে এবার সতর্ক কলকাতা পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিটের উপর পুলিশের মূল নজর থাকলেও বউবাজার, নিউ মার্কেট, সেন্ট্রাল এভিনিউ, উল্টোডাঙ্গা, মানিকতলা,তালতলা-সহ তার আশপাশের অঞ্চল ও বাইপাসের(BY Pass) উপরও থাকছে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ।

রবিবার বিকেল থেকেই পুরো পার্ক স্ট্রিট ভাগ করা হচ্ছে ৬টি সেক্টরে।

প্রত্যেক সেক্টর-সহ পুরো পার্ক স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১০জন ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। এ ছাড়াও তাঁর সঙ্গে থাকছেন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার, ইন্সপেক্টর ও অন‌্যান‌্য পুলিশ আধিকারিকরা। তিনটি ওয়াচটাওয়ার থেকে থাকবে পুলিশের কড়া নজরদারি। ওয়াচ টাওয়ারে থাকা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে লালবাজার(Lalbazar) কন্ট্রোল রুম।এ ছাড়াও আশপাশের বাড়ির ছাদ থেকেও বাইনোকুলার নিয়ে নজর রাখবেন পুলিশকর্মীরা। প্রয়োজনমতো পার্ক স্ট্রিটের রাস্তায় রাতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

কলকাতার পুলিশ কমিশনার(CP) বিনীত কুমার গোয়েল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৪ ও ২৫শে ডিসেম্বরের মতোই নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রস্তুত ফোর্স।

পার্ক স্ট্রিটের(Park Street) ভিড়ে যাতে ইভটিজিং বা শ্লীলতাহানির মতো ঘটনা না ঘটে, তার জন‌্য তৈরি থাকছে সাদা পোশাকের মহিলা পুলিশের টিম। বর্ষবরণের রাতে হেলমেট না পরে ও লাইসেন্স ছাড়াই ট্রাফিক আইন ভেঙে বাইক চালানোর প্রবণতা থাকে অনেকের। ট্রাফিক আইন ভাঙলেই সেই বাইক চালকের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে। মদ‌্যপ গাড়ি ও বাইক চালক ধরতে প্রত্যেকটি গুরুত্বপুর্ণ রাস্তায় থাকবে নাকা চেকিং।

মহিলাদের নিরাপত্তার জন‌্য মহিলা স্কুটি বাহিনী ‘উইনার্স’-এর সদস‌্যরা এই জায়গাগুলিতে টহল দেবেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *