Spread the love

 

 

নিজস্ব প্রতিবেদক: ইতিমধ্যেই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে লোকনাথ বাবার চাকলা ধামের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন। অথচ এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান থেকে উঠে আসছে নানান তথ্য। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল বেশ কিছু গরমিল। আর তা জানতেই বেঙ্গল ওয়াচের তরফে যোগাযোগ করা হয় চাকলা ধামের প্রাক্তন সভাপতি দেবপ্রসাদ সরকারের সঙ্গে। তার বক্তব্য অনুযায়ী, ১৯৮২ সালের ৩রা মার্চ চাকলা ধামের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়, অগণিত ভক্তসমাগমের প্রচেষ্টায় সেই দিনের তৈরি হওয়া চাকলা মন্দির আজ বিশ্বের দরবারে এক স্থান পেয়েছে।

বাবা লোকনাথকে যারা ভক্তিভরে ভালোবাসেন তাদের প্রতি কৃপা বর্ষায় বাবা লোকনাথ স্বয়ং। অথচ সেই বাবার নামে হওয়া মন্দির নিয়েই এবার হিসেবের গরমিল।।প্রথমে ১৯৮১ সালের নভেম্বর মাসে দেবপ্রসাদ সরকার লোকনাথ সেবাশ্রম সংঘ নামকরণ করেন।। এরপর ই ১৯৮২ সালে ট্রাস্টিবোর্ড গঠন করায় এই সেবাশ্রমের নামকরণ হয় শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ। এরপর ই ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপামর ভক্তের সহযোগীতায় এই মন্দির আজ এই চাকলা ধামে পরিণত। তৎসহ ১৯৮৯ সালের ডিসেম্বরে মাসে সঞ্চয়িনী চিটফান্ডের মালিক ভূদেব সেন চাকলা ধাম কে অগণিত ভক্তের মাঝে তুলে ধরতে বিজ্ঞাপন,ও বিভিন্ন সংগঠনকে একত্র করেন যার মাধ্যমে সেই চাকলা গ্ৰাম আজ সুপরিচিত বাবা লোকনাথের জন্মভিটে চাকলা ধাম।

দেবপ্রসাদ সরকারের দাবি, *বর্তমান কমিটির মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই,যখন যেমন তখন তেমন ভাবেই এই মন্দির পরিচালনা করা হয়।*

অর্থাৎ তথ্য অনুযায়ী 1982 সালের তৈরি হওয়া মন্দির আজ কোনমতেই তার পঞ্চাশ বছর সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *