Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বছরের শুরুতে ফের রাজ্যে ইডি তৎপরতা। সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি। ভোর চারটে নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডির ১৫টি দল বেরিেয় যায়। একটি দল পৌঁছে গিয়েছে বনগাঁয়া। সেখানে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের শ্বশুরবাড়িতে তল্লাশি চালাচ্ছে।

বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবড়িতে সকালেই তল্লাশি শুরু করে দিয়েছে ইডি। বাড়ির লোকেরা যখন ঘুম থেকে ওঠেননি ঠিক তখনই তাঁরা তল্লাশি অভিযানে হাজির হয়েছিলে। ঘুম থেকে উঠে বাড়ির লোকেরা তাঁদের দরজা খুলে দেন। বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তৃণমূল কংগ্রেস েনতা শঙ্কর আঢ্য এবং তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য দুজনেই তৃণমূল কংগ্রেসের নেতা বলে জানা গিয়েছে। প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রীও বনগাঁ পুরসভার কাউন্সিলর ছিলেন। জানা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা ছিল। সেই সূত্রে মনে করা হচ্ছে রেশন দুর্নীতির তদন্তেই তল্লাশি অভিযান চলছে।

অন্যদিকে আবার ইডির একটি দল পৌঁছে গিয়েছে বিজয়গড়ে। সেখানে একটি বহুতলের চারতলার ফ্ল্যােট তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। গোটা আবাসনটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ফ্ল্যাটটি কার এখনও তা স্পষ্ট করে জানা যায়নি। গতকাল সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। এসএসকেএম থেকে তাঁকে নিয়ে গিয়ে চরম নাটকীয় পরিস্থিতির মধ্যদিয়ে গিয়ে সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়।

তদন্তকারীদের দাবি সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারলেই তদন্তের অনেক জট খুলে যাবে। নিয়োগ দুর্নীতিতে যে আর্থিক লেনদেন হয়েছিল। তার ফোনবার্তালাপ হাতে রয়েছে তদন্তকারীদের। ফোনের সেই বার্তালাপের কণ্ঠস্বর কার সেটা মিলিয়ে দেখতেই কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে তদন্তকারীরা। সেকারণেই প্রথম থেকেই নাকি নানা কৌশলে কণ্ঠস্বরের পরীক্ষা এড়িেয় চলছিলেন কালীঘাটের কাকু। ইডিকে এড়িেয় যেতে অসুস্থতার অজুহাত দেখিয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছিলেন তিনি। এমনই দাবি করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *