Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বছরের শেষ হয়েছিল সালার দিয়ে। প্রভাসের সালার বক্স অফিসে বিপুল কালেকশন করেছিল। বছরের শুরুতেই বক্স অফিসে তেমন বড় নায়কের ছবি দেখা যায়নি। তবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে একটি ছবির মুক্তি ঘুম উড়িয়ে দিয়েছে তাবর অভিনেতােদর।

ছবির নাম হনুমান। একেবার নতুন হিরোর ছবি। সংক্রান্তি, পোঙ্গলকে সামনে রেখে দক্ষিণভারতে একাধিক ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে তেলুগু ছবির সুপার স্টার মহেশবাবুর ছবিও রয়েছে। আবার তামিল ছবির তারকা ধনুসের ছবিও রয়েছে। আশ্চর্য জনক ভাবে দুই তারকার ছবির ওপেনিং কালেকশন ধাক্কা খেয়েছে বক্স অফিসে। বিশেষ করে মহেশবাবুর ছবি বক্স অফিসে উল্লেখযোগ্য হারে ধাক্কা খেয়েছে।

অনেকটা অপ্রত্যাশিতই বলা যায় মহেশবাবুর সিনেমার বক্স অফিসের কালেকশন কমে যাওয়া। ওপেনিং ডেতে মাত্র ৪৪ লক্ষ টাকা কালেকশন হয়েছে। এছাড়াও ধনুসের ক্যাপ্টেন মিলারও বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি। এদিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বড় নাম ধনুস। কিন্তু তারপরেও তেমন কামাল করতে পারেনি ছবিটি। অন্যদিকে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতির মেরি ক্রিসমাসও মোটের উপর চলে গিয়েছে। তেমন কামাল দেখাতে পারেনি।

সেই জায়গায় কামাল দেখিয়েছে হনুমান। ছবির নায়কের এটাই প্রথম কাজ। ছবির বাজেও নিতান্তই কম। মাত্র ৬০ কোটি। কিন্তু এই অচেনা নায়ককেই মনে ধরেছে দর্শকদের। রমরমিয়ে চলছে ছবিটি। কয়েক দিনের মধ্যেই শুধু দক্ষিণভারতেই নয় গোটা দেশেই দর্শকদের নজর কেড়েছে ছবিটি।

সোমবারেই শুধু অর্থাৎ সংক্রান্তির দিনেই ১৪-১৫ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে ছবিটি। এছাড়াও হিন্দি ভাষায় ছবিটি ৫ কোিট কালেক্ট করে ফেলেছে। এদিকে ক্যাটরিনা বিজয় সেতুপতির মতো বড় স্টারকাস্টের সিনেমা সংক্রান্তির দিনে মাত্র দেড় কোটি টাকা কালেক্ট করে ফেলেছে। পুস্পা এবং কেজিএফ, কান্তারাকেও টপকে গিয়েছে ছবিটি। অথচ নায়কের এটাই প্রথম ছবি। নায়কের বয়স মাত্র ২৯ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *