Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বছরের প্রথম বিগ বাজেটের ছবি ফাইটার। দীপিকা-হৃত্বিক রোশন জুটির প্রথম ছবি। আর প্রথম ছবিতেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে শুরু করেছে ফাইটার। প্রথম ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ফাইটার। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পেয়েছে ছবিটি। সেকারণে সিনেমা হলগুলিতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তার উপরে আবার উইকেন্ডও পড়ে গিয়েছে সব মিলিয়ে একেবারে জমজমাট অবস্থা। বছরের প্রথম বিগ বাজেটের ছবিতেই বক্স অফিসে যে ভালো মাত্রায় লক্ষ্মী লাভ হতে শুরু করেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রবিবারের পর কালেকশন আরও খানিকটা বাড়বে। কাজেই একে বারে বক্স অফিসে ছক্কা হাঁকাতে শুরু করেছে ফাইটার।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দীপিকা-হৃত্বিক জুটির প্রথম ছবি ফাইটার। ভারতীয় বাসুসেনার দেশভক্তির প্রেক্ষাপটেই তৈরি হয়েছে সিনেমাটি। এতে অনিল কাপুর এবং করণ সিং গ্রোভরকেও দেখা গিয়েছে। কাশ্মীরে ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে। দীপিকা-হৃত্বিককে বোল্ডলুকে দেখা গিয়েছে ছবিতে। মুক্তির আগেই ছবির অনেক গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে ছবির একাধিক গান।

গতবছর ছিল বিগবাজেেটর ছবির ছড়া ছড়ি। একদিকে বিগ বাজেটের ছবি তার সঙ্গে মেগাস্টারদের ছবির ছড়াছড়ি। সানি দেওল, অভয় দেওলের কামব্যাক ঘটেছে গত বছরে। একের পর এক ধমাকা হয়েছে বক্স অফিসে। শাহরুখ খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে দুটি ছবির বক্স অফিস কালেকশন রেকর্ড ব্রেকিং। আবার শেষ বেলায় রণবীর কাপুরের অ্যানিম্যাল ধমাকা দিয়েছে বক্স অফিসে।

সেই ধারা বজায় রেখেছে ২০২৪-র প্রথম বিগবাজেটের ছবি ফাইটার। যদিও মধ্য প্রাচ্যের দেশগুলি ফাইটার নিষিদ্ধ করেছে। তবে দুবাইয়ে মুক্তি পেয়েছে ছবিটি। তবে অন্যান্য দেশে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগেই ১ কোটি টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছিল ফাইটারের। ওপেনিং ডেতে তেমন কালেকশন না হলেও ২৬ জানুয়ারি থেকে বক্স অফিস কালেকশন বাড়তে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *