Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

চাকরির জন্য পথে দীর্ঘ দিনের আন্দোলন। এবার নিজেদেরই আঘাত করলেন চাকরি প্রার্থীরা। মুখে কালি মাখলেন। নিজেদের গায়ে চাবুক মারলেন। রবিবার মকর সংক্রান্তির আগের দিন এভাবেই আন্দোলন জারি রাখলেন ২০১৪ প্রাথমিক শিক্ষক পদের নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।

মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২০১৪ প্রাথমিক শিক্ষক পদের নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। সেই আন্দোলন ৫০০ তম দিনে পড়ল। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে তাদের নিয়োগের বিষয়ে সরকারকে সদর্থক ভূমিকা পালন করতে হবে।

চাকরিপ্রার্থীরা মুখে কালো কালি মেখে এদিন রাস্তায় নেমে অবস্থান করেন। দীর্ঘ দিন ধরে তারা অবহেলিত। রাজ্য সরকার কোনওভাবেই তাদের কথা শুনছে না। সময় পেরিয়ে গেলেও তাদের চাকরি হচ্ছে না। তাদের যন্ত্রণার কথা প্ল্যাকার্ড এবং ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়।

চাকরিপ্রার্থীদের একাংশ দাবি করেন দীর্ঘদিন তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। তারা যোগ্য চাকরিপ্রার্থী। পরীক্ষা দিয়ে পাশও করেছেন। তবুও তারা ৫০০ দিন ধরে বঞ্চিত। কবে পাবে তারা নিয়োগ জানেন না। তাই আজ মাতঙ্গিনী হাজরার পাদদেশে রক্ত দিয়ে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরেন।

এরই পাশাপাশি অনেকে নিজেদের বেত্রাঘাত করেন। নিজেদের চাবুক মারেন। চাকরি না পাওয়ার জন্য এভাবে যন্ত্রণার মাধ্যমে প্রতিবাদ তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাদের জন্য কোনও সঠিক সিদ্ধান্ত নিক। এবার তাদের কাজের ব্যবস্থা করুন। এমনই এদিন দাবি করা হয়।

অতি সম্প্রতি এসএসসি চাকরি প্রার্থীরাও বিক্ষোভ দেখিয়েছিলেন। ধর্মতলাতেও বিক্ষোভ দেখানো হয়। এসএলএসটি চাকরি প্রার্থীরাও পথে নেমেছিলেন কয়েক সপ্তাহ আগে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেন। মেট্রো চ্যানেলের সামনে দীর্ঘ সময় অবস্থান বিক্ষোভও করা হয়।

প্রসঙ্গত, বিহারে এক লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষকের পদকে স্থায়ী করা হচ্ছে। তেজস্বী যাদব এই কথা জানিয়েছেন। এই রাজ্যে কবে চাকরিপ্রার্থী শিক্ষকদের পরিস্থিতির উন্নতি হবে? কবে চাকরি পাবেন তারা? প্রশ্ন থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *