Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। ওই দিনই তৃণমূলের পক্ষ থেকে বাংলায় রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়া হল। সংহতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার নবান্ন থেকে এই বার্তা দিলেন। কলকাতাতেও একটি মিছিল হবে ওই দিন।

দক্ষিণ কলকাতার হাজরা থেকে মধ্য কলকাতার পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে আগামী ২২ জানুয়ারি। সর্ব ধর্ম সমন্বয় হবে এই মিছিলের মূল উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মিছিলে হাঁটবেন। মন্দির, মসজিদ, গির্জাতেও তৃণমূল নেত্রী যাবেন। এমন কথাও আপাতত জানানো হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই মিছিল হচ্ছে না। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এই মিছিল করবে। এ কথাই আজ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দিরের উদ্বোধনের পাল্টা কি এই কর্মসূচি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপি গোটা দেশ জুড়েই রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রচার চালাচ্ছে। ভোটের আগে রাম মন্দির উদ্বোধন আসলে একটি গিমিক ছাড়া আর কিছু নয়। এমন দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আগে করেছিলেন। দল হিসেবে তৃণমূল কংগ্রেস অন্য কর্মসূচি নিল সেদিন।

মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের নাম দিয়েছেন সংহতি মিছিল। গোটা রাজ্যজুড়ে প্রত্যেকটি ব্লকে ২২ জানুয়ারি এই সংহতি মিছিল হবে। বিজেপির কর্মসূচির পাল্টা তৃণমূল নেত্রী এই কর্মসূচি নিয়েছেন। এমনই অনুমান করছে রাজনৈতিক মহলের একাংশ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মিছিল শুরু হওয়ার আগে ওই দিন তিনি কালীঘাটের মন্দিরে যাবেন। কালী মূর্তির পা ছুঁয়ে, মসজিদ, গির্জা ছুঁয়ে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল হবে। রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলে এই মিছিলে অংশ নিতে পারেন।

এটি কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। এই কথাও তৃণমূল নেত্রী জানিয়েছেন। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার কাজ সাধু-সন্তদের। তারা কী বলছেন, সেইসব তৃণমূল নেত্রীর কানে গিয়েছে। এ কথাও এদিন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *