Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

রাম মন্দির উদ্বোধনের কর্মসূচিতে ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়ে বাংলায় দু’টি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা বলেছেন, পশ্চিমবঙ্গে এক কোটি তেইশ লক্ষ একাত্তর হাজার বাইশটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে বেছে নেওয়ায় ভীত মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি অভিযোগ করেছেন, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা থেকে তিনি রাজ্যের মানুষকে বঞ্চিত করেছেন। বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা বিশ্লেষণ করার পরে তিনি পশ্চিমবঙ্গে প্রকল্পটি বন্ধ করার জন্য প্রশাসনের অপব্যবহার করছেন।

বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রথম পর্যায়ের তথ্য দিয়ে বলেছেন, মোট সংযোগ আটকোটির মধ্যে বাংলায় সংযোগ পেয়েছিলেন অষ্টআশি লক্ষ আট হাজার দুশো পঁচাত্তর। যা মোট সংযাগের ১১ শতাংশ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এখনও পর্যন্ত সংযোগ পাওয়া দ্বিতীয় পর্যায়ের তথ্য দিয়ে বিরোধী দলনেতা বলেছেন, দেশে মোট সংযোগ পেয়েছেন দু’কোটি ছয় লক্ষ ছত্রিশ হাজার নম্বই। এই হিসেব আট জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সংযোগ নিয়েছেন পঁয়ত্তিশ লক্ষ বাষট্টি হাজার সাতশো সাতচল্লিশ। যা মোট সংযোগের ১৭.২৬ শতাংশ। তিনি বিষয়টি নিয়ে মুখ্যসচিবের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুষ্ঠু বাস্তবায়নের জন্য জেলাশাসককে চেয়ারম্যান করে জেলাস্তরের উজ্জ্বলা কমিটি গঠন করা হয়েছিল দেশের বিভিন্ন রাজ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে এই প্রকল্পের বাস্তবায়নে সেই চেয়ারম্যানের কোনও ভূমিকাই ছিল না।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা নিয়ে প্রধান বিরোধী বিজেপি কিংবা বিরাধী দলনেতা বারে বারে দাবি তুললেও, রাজ্য সরকার সেই দাবিতে কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে সেখানে প্রতিটি পরিবারকে সুবিধা দেওয়া হয়, সেখানে আয়ুষ্মান ভারত প্রকল্পে সেই সুবিধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *