Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়। চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এই চার্জশিট জমা পড়ে। যেখানে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আছে। আছে বাকিবুর রহমানের নামও।

এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম ইডির তরফে জমা দেওয়া চার্জশিটে আছে বলে জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে গ্রেফতারের ১০৮ দিনের মাথায় নগর দায়রা আদালতে এই (West Bengal Ration Scam) চার্জশিট জমা দিয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আদালতে এদিন প্রায় ১৬২ পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও আরও দু’হাজার পাতার একটি (West Bengal Ration Scam) রিপোর্টও ইডির তরফে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কিছু ডিজিটাল প্রমাণও রেশন দুর্নীতিতে আদালতের কাছে জমা দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ইডির তরফে ১৬২ পাতার চার্জশিটে ১০ টি ভুয়ো সংস্থার (West Bengal Ration Scam) উল্লেখ রয়েছে। যার মধ্যে পাঁচটি বাকিবুর এবং বাকিগুলি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে আছে। আর এই সমস্ত ভুয়ো সংস্থার আড়ালে দিনের পর দিন কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান ইডির। অন্যদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী কালো টাকা সাদা করতে একাধিক বিনিয়োগ করেছেন। এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের নামেও তা করা হয়েছে বলেও ইডির চার্জশিটে উল্লেখ আছে বলে জানা গিয়েছে।

যদিও এই বিষয়ে ইডির তরফে এখনও কিছু জানান যায়নি। তবে রেশন দুর্নীতির (West Bengal Ration Scam) তদন্তে জমা পড়া চার্জশিট নিঃসন্দেহে তৃণমূলের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দুর্নীতির বিষয়ে কিছুই জানেন না বলে বারবার দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে চার্জশিটে এমন বেশ কিছু আরও তথ্য ইডির তরফে তুলে ধরা হয়েছে বলেই খবর। তাতে রাজ্যের মন্ত্রীর উপর চাপ বাড়তে পারে বলেই মত বিশ্লেষকদের।

অন্যদিকে ইডির চার্জশিটে ১০০ কোটি টাকার দুর্নীতি (West Bengal Ration Scam) হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তদন্তের শেষে টাকার এই পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছে ইডি। এখনও পর্যন্ত বাংলায় রেশন দুর্নীতির তদন্তে নেমে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে টাকার পরিমান আরও বাড়বে বলেই অনুমান। একাংশের মতে বাংলায় প্রায় ৩০০ কোটির রেশন দুর্নীতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *