Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী (Ram Mandir Inauguration) থাকছে দেশ! রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রাম রাজ্য অয্যোধ্যার পাশাপাশি বাংলার রাজনীতির জন্যেও ঐতিহাসিক হতে চলেছে আজ ২২ জানুয়ারি। দীর্ঘদিন পর ফের রাজপথে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শহরের বুকে পালটা মিছিল করবেন শুভেন্দু অধিকারীও। ফলে শহরের এক প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অন্য প্রান্তে বিরোধী দলনেতার মিছিল ঘিরে একেবারে সরগরম বাংলার রাজনীতি।

এছাড়াও আরও বেশ কয়েকটি মিছিল হওয়ার কথা আছে এদিন। সব মিলিয়ে প্রায় ৬০ টি মিছিল হবে কলকাতায়। এমনটাই প্রশাসন সূত্রে খবর। ফলে সোমবার কাজের প্রথম দিন। ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে।

রামমন্দিরের প্রতিষ্ঠার দিনেই কলকাতায় সংহতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজরা থেকে শুরু হয়ে সেই মিছিল। তবে মছিল শুরু করার আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল তিনটেয় হাজরা মোড় থেকে মিছিল শুরু হলেও দীর্ঘপথ পেরিয়ে তা শেষ হবে পার্কসার্কাসে গিয়ে। মিছিল যাওয়ার পথে বেশ কিছু জায়গায় থামবে।
থামবে হাজরা ল’কলেজের সামনে। সেখানে একটি মসজিদ রয়েছে। সেখানে চাদর চড়াবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মিছিল থেকে স্কুটারে গিয়ে সেখানে যাবেন তিনি। এমনকি চার্চেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে। তবে এই মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটবেন কিনা তা এখনও জানা যায়নি।

শুধু কলকাতায় নয়, এদিন রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে সংহতি মিছিল করা হবে তৃণমূলের তরফে। অন্যদিকে মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারীও। উত্তর কলকাতার গনেশ টকিজ এলাকার বৈকুণ্ঠ মন্দির থেকে একটি ধর্মীয় সংগঠনের মিছিল আছে।
সেই মিছিলে যোগ দেবেন বিরোধী দলনেতা। অন্যদিকেন হাজরায় কলকাতা হাইকোর্টে রাম পুজোর আয়জন করা হয়েছে। সেখানেও যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। এই পুজো ঘিরে পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও একের পর এক মিছিল হওয়ার কথা আছে। ফলে তীব্র যানজটের শঙ্কা আছে। যদিও তা এড়াতে এদিন তিন হাজার পুলিশকে মোতায়েন করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী যে পথ ধরে এগোবেন সেই রাস্তা জুড়েও কড়া নিরাপত্তা থাকবে।

পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি একের পর এক মিছিলকে কেন্দ্র করে উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে। বিকল্প পথ থেকে গাড়ি ঘোরানো হবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *