Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

রাম লালার মূর্তি আর তাঁবুতে নয়, থাকবেন মন্দিরে। এ এক আলাদা অনুভূতি। রাম মন্দিরে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষা শেষ। রামমন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে নিয়ম মেনে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করলেন তিনি।

আর এরপরেই কার্যত আবেগ প্রবণ (Ram Mandir Inauguration) হয়ে পড়েন প্রধানমন্ত্রী (PM modi)। ধরে আসে গলা। বলেন, অনেক কিছু বলার আছে, কিছু গলা ধরে আসছে। তবে ২২ জানুয়ারি শুধু তারিখ নয়, এটা একটা কালের শুরু। একটা অলৌকিক মুহূর্ত বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।

এদিন একাধিক ইস্যুতে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বহু শতাব্দীর (Ram Mandir Inauguration) অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। এই মুহূর্তটি সবচেয়ে পবিত্র। এই পরিবেশ, এই শক্তি, এই মুহূর্তটি আমাদের সকলের উপর ভগবান শ্রী রামের আশীর্বাদ বলেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। গর্ভগৃহে ঐশ্বরিক ক্ষমতার কথাও এদিন উঠে আসে তাঁর মন্তব্যে।

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভু রামের কাছে ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী। বলেন, প্রভু রামের কাছে আমি ক্ষমা চেয়ে নিতে চাই। ত্যাগ ও প্রচেষ্টার মধ্যে এমন কিছুর অভাব ছিল যে আমরা এত শতাব্দী ধরে এই কাজটি করতে পারিনি। আজ সেই অভাব পূরণ হয়েছে। আমি বিশ্বাস করি প্রভু রাম অবশ্যই আমাদের ক্ষমা করবেন।
শুধু তাই নয়, নরেন্দ্র মোদী কার্যত নাম না করে বিরোধীদেরও আক্রমণ শানান। বলেন, অনেকে বলেছিল রাম মন্দির তৈরি হলে ফের রক্তপাত ঘটবে। কিন্তু এই সময় হিংসা কিংবা বিজয় নয়, বিনয়ের কথাও বলে উল্লেখ প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, এটাই সঠিক সময়। আজ থেকেই আগামী বছরের ভিত্তি স্থাপন করতে হবে। সমস্ত দেশবাসী মহান এবং ঐশ্বরিক ভারত গড়ার শপথ নেয়। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ ১১ দিন কঠিন ব্রতের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একবেলা খেলে-মাটিতে শুয়ে রীতি পালন করেছেন।

শুধু তাই নয়, দেশের দক্ষিণ প্রান্তে গিয়ে রাম চরিত শুনেছেন। সে বিষয়গুলিও এদিন উঠে এসেছে প্রধানমন্ত্রীর মন্তব্যে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ উপবাসের পর রামমন্দিরেই ইপবাস ভাঙেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *