বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
তীব্র শীতেও বিহারের রাজনীতি উত্তপ্ত। কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আরও শিবির বদল করতে চলেছেন বলেই খবর। ইন্ডিয়া ব্লক গঠনের পরেও নীতীশ পুরনো এনডিএ জোটে ফিরে যাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে। গত কয়েকদিনে নীতীশ কুমার যে বিবৃতি দিয়েছেন, তাতেই তাঁর ভবিষ্যত পদক্ষেপের ইঙ্গিত ছিল। একদিকে তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অংশ না নেওয়ার কথা জানিয়েছেন, অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে পরিবারবাদী রাজনীতিকে নিশানা করেন।
ইতিমধ্যে নীতীশ কুমারের সঙ্গে বিজেপি নেতৃত্বের আলোচনা হয়েছে। তিনি বিজেপির সমর্থনে বিহারে সরকার গঠন করবেন বলে সূত্রের খবর। প্রতিবারই নীতীশ কুমারের শিবির পরিবর্তনের কারণ থাকে। ২০২২-এ বিহারের মহাজোটে যোগ দেন নীতীশ কুমার। দেড় বছরের মধ্যে তাঁর মোহভঙ্গ ঘটেছে। যে কারণে ষষ্ঠবারের মতো তিনি শিবির বদলানোর প্রস্তুতি নিচ্ছেন। এবার কোন কারণে মহাজোটের প্রতি মোহভঙ্গ তা একবার দেখে নেওয়া যাক।
বিরোধীরা লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া ব্লক তৈরি করেছে। উদ্যোগ ছিল নীতীশ কুমারেরও। তিনি আশা করেছিলেন তাঁকে জোটের সমন্বয়ক করা হবে। কিন্তু তা না হওয়ায় নীতীশ কুমার ক্ষুব্ধ।
ইন্ডিয়া ব্লকে আসন ভাগাভাগি নিয়ে দেরির কারণেও ক্ষুব্ধ নীতীশ কুমার। প্রতিটি রাজ্যে তাড়াতাড়ি আসন ভাগের পাশাপাশি তিনি নিজের দলের জন্য বিহারে ৪০টির মধ্যে ১৪ থেকে ১৬ টি আসন দাবি করেছিলেন। কিন্তু সেখানেও বাধা তৈরি হয়।
নীতীশ কুমারের মনে হয়েছিল ভারত ব্লক নির্বাচনে জয়ী হলেও, তাঁকে প্রধানমন্ত্রীর পদ দেওয়ার ক্ষেত্রে প্রতি পদে বাধা আসবে। তিনি ভারত ব্লক গঠনে অন্যতম হলেও, তাঁর মনে হয়েছিল এই ব্লকের কোনও ভবিষ্যত নেই।
নীতীশ কুমার ভোটের হাওয়া বুঝতে পেরেছেন। তিনি বুঝেছেন রাম মন্দির তৈরির পরে হাওয়া রয়েছে বিজেপির দিকেই। সেখানে ভারত ব্লকের জয় কঠিন। তিনি বুঝেছেন, বিজেপিকে হারাতে না পারলে সেখানে না যাওয়াই ভাল।
বিহারের মহাজোটের বড় মুখ লালু-তেজস্বী। কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির মামলা চলছে। কিন্তু তিনি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত না হলেও দুর্নীতিবাজদের সঙ্গে থাকার অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে নির্বাচনে আগে ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ পাবেন নীতীশ কুমার।
নীতীশ কুমার এর আগে পাঁচবার শিবির বদল করেছেন। ১৯৭৪-এ ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি নীতীশ কুমারের। জনতা দলের অংশ থাকলেও ১৯৯৪ সালে তিনি প্রথমবার শিবির পরিবর্তন করেন। সেই সময় তিনি জর্জ ফার্নান্ডেজের সঙ্গে সমতা পার্টি গঠন করেন। ১৯৯৬ সালে নীতীশ কুমার দ্বিতীয়বার শিবির বদল করেন এবং এনডিএতে যোগ দেন। তারপর ২০১০ পর্যন্ত তিনি এনডিএ-র সঙ্গেই ছিলেন। ২০১৪ সালে নীতীশ কুমার একা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৫ সালে নীতীশ কুমার তৃতীয়বার শিবির বদল করেন এবং বিহারে মহাজোট গঠন করেন।
২০১৭-তে নীতীশ কুমার চতুর্থবারের মতো এনডিএতে ফিরে আসেন। ২০২০-তে জেডিএই ৪৩ টি আসন পাওয়ার পরেও ৭৮ টি আসন পাওয়া বিজেপি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী আসন ছেড়ে দেয়। এরপর ২০২২ সালে নীতীশ কুমার পঞ্চমবারের জন্য শিবির বদল করে মহাজোটে যোগ দেন।