Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

আসানসোল ডিভিশনে (Asansol Division) ব্রিজ মেরামতির কাজ হবে। রবিবার সকাল থেকে শুরু হবে এই কাজ। আর সেই কারনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার একাধিক ট্রেন বাতিল থাকবে। এমনটাই জানানো হয়েছে রেলের (Indian Railway) তরফে।

শুধু তাই নয়, কাজের জন্যে বহু ট্রেনের সময়কে (List of Train Cancelled) বদল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। আর তাতে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিট অর্থাৎ ১৩ ঘণ্টা ১০ মিনিট ধরে পাওয়ার ব্লক এবং ট্র্যাফিক ব্লক করা হবে। পাটলীপুত্র এক্সপ্রেস ছেড়ে চলে যাওয়ার পরেই এই পাওয়ার ব্লক করা হবে। এই কাজের জন্যে রবিবার বহু ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে।

আসানসোল এবং যশিডি-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে।
যশিডি থেকে অন্ডাল-যশিডি প্যাসেঞ্জার স্পেশাল বাতিল করা হয়েছে।
যশিডি-ঝাঝা-যশিডি মেমু স্পেশাল বাতিল থাকবে।
যশিডি-কিউল-যশিডি প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে
বাতিল করা হয়েছে দেওঘর-ঝাঝা-দেওঘর মেমু প্যাসেঞ্জার স্পেশাল
আসানসোল-ঝাঝা-আসানসোল প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।
যশিডি-বাঙ্কা-জসিডি ডেমু স্পেশাল বাতিল থাকছে। Asansol – যশিডি প্যাসেঞ্জার বাতিল থাকছে।
জসিডি-মোকামা মেমু স্পেশাল, হাওড়া-পাটনা-হাওড়া সুপারফাস্ট স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-মোকামা-হাওড়া এক্সপ্রেস বাতিল থাকছে।
মোকামা-জসিডি মেমু স্পেশাল ট্রেনটি বাতিল (List of Train Cancelled) হয়েছে।

রবিবার একাধিক ট্রেনকে (List of Train Cancelled) ঘুরপথে চালানো হবে। তালিকায় একাধিক দুরপাল্লার ট্রেন রয়েছে। রয়েছে 08440 পাটনা – পুরী স্পেশাল, 17006 রাক্সৌল – হায়দরাবাদ এক্সপ্রেস, 12317 কলকাতা – অমৃতসর এক্সপ্রেসও ঘুরপথে চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *