Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বিরাট কোহলির ফিটনেস শুধু ভারতীয় নয় বিশ্ব ক্রীড়াক্ষেত্রেই অন্যতম চর্চার বিষয়। ভারতীয় ক্রিকেটে যেমন ফিটনেসে বিপ্লব এসেছে বিরাট কোহলির হাত ধরেই। ইয়ো ইয়ো টেস্টের মতো বিষয়গুলি কোহ‌লির অধিনায়কত্বেই ভারতীয় দলে আমদানি হয়েছিল। তার সুদূরপ্রসারী প্রভাবও পড়েছে টিম ইন্ডিয়াতে। কিন্তু জানেন কী কোন ভারতীয় ক্রিকেটারকে নিজের কেরিয়ারে একবারও এনসিএতে যেতে হয়নি?

ভারতীয় দলে সুযোগ পাওয়া বা জায়গা ধরে রাখার জন্য পারফরম্যান্সের মতোই অন্যতম মাপকাঠি হল ফিটনেস। কোনও ক্রিকেটারের ফিটনেসে বিন্দুমাত্র খামতি থাক‌লেই তাঁকে বাদ পড়তে হয় টিম থেকে। আর চোট সারিয়ে তোলার জন্য বা নিজেকে ফিট করে তোলার জন্য ভারতীয় ক্রিকেটারদের একমাত্র গন্তব্য এখন এনসিএ। একমাত্র একজন ভারতীয় ক্রিকেটারকেই নিজের গোটা কেরিয়ারে একবারের জন্য বেঙ্গালুরুর এনসিএ-তে যেতে হয়নি।

বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা ফাঁস করলেন সেই ক্রিকেটারের নাম। তিনি হলেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা তার সতীর্থ বিরাট কোহলির উচ্চ প্রশংসা করেছেন। গোটা কেরিয়ার জুড়ে জুড়ে কোহলি কীভাবে নিজের ফিটনেসকে সবসময় শীর্ষ জায়গায় রেখেছেন সেটাও উল্লেখ করেছেন।
ভারত ইংল্যান্ড টেস্ট সম্প্রচারকারী চ্যানেলে ফিটনেসের কথা বলতে গিয়ে, রোহিত বলেছিলেন যে কোহলি কখনও রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) যাননি যা প্রাক্তন ভারতীয় অধিনায়কের ফিটনেস লেভেলটা বুঝিয়ে দেয়। রোহিত বলেন, ‘আপনাকে একটি জিনিস দেখতে হবে যে বিরাট কোহলি তার পুরো কেরিয়ারে কখনও এনসিএতে যাননি (চোট আঘাতের সমস্যা বা রিহ্যাবের জন্য) যা আপনাকে তার ফিটনেস সম্পর্কে ধারণা দিয়ে দেয়।’

একইসঙ্গে রোহিত বলেন, বিরাটকে (কোহলি) এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমরা তাকে ব্যাটসম্যান হিসেবে নিয়ে কথা বলতে থাকি কিন্তু মাঠের বাইরে সে কী করে তা মানুষ দেখে না। তিনি খেলার প্রতি অনুরাগী, এবং সর্বদা সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকেন। দলের হয়ে খেলার জন্য উপলব্ধ থাকুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি না ব্যক্তিগত কারণ থাকে তবেই খেলার বাইরে থাকেন।’
এর পাশাপাশি ভারত অধিনায়ক উল্লেখ করেন, ‘বিরাট কোহলির ফিটনেস তরুণ প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা। তাঁরা বিরাটকে দেখে শিখতে পারবেন কীভাবে খেলার জন্য নিজেদের ফিট রাখতে হয়।’

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *