Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় সমস্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার ইডির সকাল সাতটা থেকে দিল্লিতে হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি চালায়। অন্তত তিনটি জায়গায় তল্লাশি অভিযান চলে, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। সোমবারের পর মঙ্গলবার সকালেও ইডির টিম হেমন্ত সোরেনকে খুঁজে পায়নি। তবে ইডির দল যাওয়ার সময় বিএমডব্লু গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। যে গাড়িটে বাজেয়াপ্ত করা হয়েছে, তা হরিয়ানার নম্বরের বলে জানা গিয়েছে।

ইডির তরফে আগাম সতর্কতা হিসেবে বিমানবন্দরেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিষয়টি নিয়ে জানানো হয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের শাসক শিবিরের বিধায়কদের ব্যাগ ও লাগেজ নিয়ে বাঁচির একটি জায়গায় জড়ো হতে বলা হয়েছে। কেউ কেউ মুখ্যমন্ত্রীর বাসভবনেও পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিশানা করে বলেছেন, নিজের দল জেএমএম এবং সমর্থনকারী কংগ্রেসের বিধায়কদের ব্যাগ ও লাগেজ নিয়ে রাঁচিতে ডেকেছেন। তিনি আরও বলেছেন, হেমন্ত সোরেনের পরিকল্পনা অনুযায়ী স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, গত শনিবার অর্থাৎ ২৭ জানুয়ারি গভীর রাতে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন হেমন্ত সোরেন। তিনি চাটার্ড ফ্লাইটে গিয়েছিলেন। রাজনৈতিক বৈঠক করতে তিনি দিল্লিতে গিয়েছিলেন বলে হেমন্ত সোরেনের তরফে জানানো হয়েছিল। তার আগেই অবশ্য ইডি তাঁকে পাঠানো দশম সমনে ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হাজির হতে বলেছিল। দফতরে না গেলে, তাঁক বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানানো হয়েছিল ইডির তরফে।

গত ২০ জানুয়ারি এই জমি কেলেঙ্কারি মামলায় ইডির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে রাঁচিতে তাঁর বাড়িতে গিয়েছিল। এই মাসের শুরুর দিকে হিমন্ত সোরেন চিঠি দিয়ে বলেছিলেন, জমি কেলেঙ্কারি মামলায় তাঁর বিবৃতি রেকর্ড করতে সরকারি বাসভবনে যেতে পারে। ১৩ জানুয়ারি ইডির তরপে হেমন্ত সোরেনের উদ্দেশে জারি করা অষ্টম সমনে বলা হয়েছিল, ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত থাকতে হবে।

জেএমএমের তরপে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৩১ জানুয়ারি দুপুর ১ টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে ইডিকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দিয়েছেন। বিষয়টি ইমেলের মাধ্যমে ইডিকে জানানো হয়েছে। একই সময়ে তাঁকে ইডির দিল্লি অফিসে হাজির হতে বলা হয়েছে। জেএমএম বলছে, দিল্লিতে অভিযান চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। ঝাড়খণ্ডীরা ভয় পায় না, যুদ্ধ করে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নিখোঁজ হওয়ার খবর গুজব বলেও জানিয়েছে জেএমএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *