Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

সামনেই লোকসভা ভোট। কিন্তু তার আগে সংসদের উচ্চকক্ষে ভোট ঘোষণা হয়ে গেল। ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে ভোট গ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। অর্থাৎ বাজেট অধিবেশনের পরেই এককথায় মেগা ইভেন্ট হতে চলেছে সংসদে।

যে ১৫টি রাজ্যে ভোট ঘোষণা হবে তার মধ্যে রয়েছে বাংলাও। পশ্চিমবঙ্গের ৫ রাজ্যসভা আসনে হবে ভোট। লোকসভা ভোটের আগে রাজ্যসভায় এই নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যসভার আসন সংখ্যা বাড়ানো সব দলের কাছেই একটা বড় চ্যালেঞ্জ।

সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাজেট অধিবেশনের পরেই ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬ টি আসনে ভোটগ্রহণ হবে। ১৫টি রাজ্যের মোট ৫৬টি আসনের ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে ভোট গ্রহণ। তারপরেই হবে ভোট গণনা। অর্থাৎ এক দিনের মধ্যেই হবে ফলাফল ঘোষণা।

৫৬টি আসনের মধ্যে সবচেেয় বেশি সংখ্যক আসন রয়েছে উত্তর প্রদেশে। যোগীর রাজ্যের ১০টি আসনে ভোট হবে উত্তর প্রদেশে। আসন সংখ্যার নিরিখে উত্তর প্রদেশের পরেই রয়েছে বিহার এবং মহারাষ্ট্র। এই দুই রাজ্যের ৬টি করে আসনে হবে ভোটগ্রহণ। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশে ৫টি করে আসনে ভোট গ্রহণ। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং রাজস্থানের তিনটি করে আসন। ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একটি করে আসনে ভোট গ্রহণ হওয়ার কথা।

যদিও রাজস্থান এবং ওড়িশার রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪-র ২ এপ্রিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ভোেটর বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে ২০২৪-র ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন জমার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। মনোনয়নের নথিপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ ফেব্রুয়ারি।

২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪েট পর্যন্ত ভোটগ্রহণ। সেদিনই বিকেল ৫টা থেকে হবে ভোট গণনা। অর্থাৎ ২৯ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। লোকসভা ভোটের আগে এই রাজ্যসভার ৫৬ আসনের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ উচ্চকক্ষে শাসক দলের আসন সংখ্যা বেশি থাকলে অনেকক্ষেত্রেই সুবিধা হয়। সেকারণেই লোকসভা ভোেটর আগে দুই পক্ষের কাছেই এটি গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *