Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

আইপিএলের মঞ্চ থেকে ভারতীয় দলে সুযোগ করে নিয়েছেন একাধিক ক্রিকেটার। সাম্প্রতিককালে সেই তালিকায় উজ্জ্বলতম নাম রিঙ্কু সিং। আলিগড়ের এই ক্রিকেটার ২০২৩ সালে আইপিএলে কেকেআরের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পরই জাতীয় দলের সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠেন। সুযোগ পেয়েই সেটা কাজেও লাগিয়েছেন। রিঙ্কুর জীবনে আমূল পরিবর্তন হলেও পাল্টায়নি তাঁর বাবা খানচাঁদ সিংয়ের জীবন।

রিঙ্কু জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাঁদের পরিবারের আর্থিক সমস্যা আর নেই। কিন্তু নিজের কাজের কোনও পরিবর্তন করেননি রিঙ্কুর বাবা খানচাঁদ। আগের মতো এখনও তিনি বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করে চলেছেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংয়ের বাবার এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গ্যাল সিলিন্ডারের একটি গাড়ির সামনে নিজের কাজ করছেন রিঙ্কুর বাবা।

ছেলে বিশ্ব ক্রিকেটে নজর কাড়লেও নিজের জীবন পরিবর্তন করতে চান না রিঙ্কুর বাবা খানচাঁদ সিংহ। কেকেআরের হয়ে রিঙ্কু পরিচিতি পাওয়ার আগে তাঁর বাবা খানচন্দ্র সিং বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করতেন। ভারতের জার্সিতে রিঙ্কু নজর কাড়ার পরও তাঁর বাবা সেই কাজ ছাড়েননি। নিজের পেশাকে বজায় রেখেছেন রিঙ্কুর বাবা। খানচাঁদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই প্রসঙ্গে রিঙ্কু সিং জানিয়েছেন, ‘বাবাকে অনেক বার বলেছি বিশ্রাম নেওয়ার জন্য। আমাদের অবস্থা এখন যথেষ্ট ভাল। ভারী সিলিন্ডারগুলো বাবার প্রতি দিন তোলার কোনও দরকার নেই। কিন্তু বাবা কাজ বন্ধ করতে নারাজ। নিজের কাজের প্রতি বাবার অসম্ভব ভালবাসা। তাই যত দিন পারবেন, তত দিন কাজ করে যেতে চান।”

ভারতীয় দলে ২৩ বছর বয়সি তরুণ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স যথেষ্টই ভালো। নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠিতও করছেন। কেকেআর তারকা আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২৪-এ জায়গা করে নিতে পারেন। তবে ভারতীয় দলে জায়গা করে নেওয়া তার জন্য সহজ ছিল না।

এক সময় পেট চালাতে ঝাড়ু হাতে তুলে নিয়েছিলেন। সাফাইকর্মী থেকে ভারতের নতুন ফিনিশার হয়েছেন রিঙ্কু সিং,নতুন প্রজন্মের কাছেই একটি উদাহরণ হয়ে উঠেছেন রিঙ্কু সিং। কীভাবে দরিদ্রতার সঙ্গে লড়াই করে সে নিজের স্বপ্নকে সফল করেছেন তা সকলের কাছে অনুপ্রেরণা।

কেকেআর-এর হয়ে প্রথম রিঙ্কু খেলেছেন ২০১৮ সালে। প্রসঙ্গত রিঙ্কু সিং আইপিএল ২০২৪ এও কেকেআর-এর হয়ে খেলবেন। ৫৫ লক্ষ টাকা দিয়ে কেকেআর ধরে রেখেছে রিঙ্কু সিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *