Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

লোকসভায় ফের হামলার ঘটনা ঘটল। দুই যুবক লোকসভার ভেতরে ঢুকে পড়লেন। কীভাবে নিরাপত্তার কঠিন বলয় এড়িয়ে এই ঘটনা ঘটল? তাই নিয়েও প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায়। এই ঘটনা অনভিপ্রেত। এমনই মনে করছেন তিনি।

নতুন লোকসভা ভবন হয়েছে। নিরাপত্তার আরও কড়াকড়ি থাকবে। এই কথা বলাই স্বাভাবিক। কিন্তু তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটতে পারে? নিরাপত্তার ফাঁক কোথায় থাকছে? সেই প্রশ্ন তিনি তুলেছেন। লোকসভার স্পিকার এই বিষয়টি খতিয়ে দেখবেন। এমনই মনে করেন বিমান বন্দ্যোপাধ্যায়।

ভিজিটার হিসেবেই ওই দুজন বুধবার লোকসভায় এসেছিল। সম্ভবত, মোজার মধ্যে তারা ওই স্মোকিং শট লুকিয়ে নিয়ে যায়। তাদের কাছে ভিজিটার পাস ছিল। দর্শকদের গ্যালারি থেকে তারা দুজন সংসদ ভবনের মধ্যে লাফ দিয়েছেন। রাজ্যের ক্ষেত্রেও এমন ঘটনা হতে পারে। এমনই মনে করা হচ্ছে। এখন থেকে আরও নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিধানসভার স্পিকার।

এদিন লোকসভা ভবনের ঘটনা নিয়ে বিধানসভার স্পিকারকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা কড়া নজর রাখি। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা রক্ষী থাকবে। এবার থেকে ভিজিটরদের প্রত্যেককে সার্চ দফায় দফায় করা হবে। নিরাপত্তা রক্ষীদের একটি নির্দিষ্ট গণ্ডি আছে। সেখানেই বিধায়কদের নিরাপত্তা রক্ষীরা থাকবেন।” অর্থাৎ আগামী দিনে আরও কড়াকড়ি হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভিজিটরদের ঢোকার ব্যবস্থা।

লোকসভার ঘটনা নিন্দনীয়। এতখানি নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এমন ঘটনা ঘটল? লোকসভার অধ্যক্ষ নিশ্চয়ই খতিয়ে দেখবেন। নতুন সংসদ ভবনে কেন এমন হবে? নিরাপত্তার এত ফাঁক কেন থাকবেন? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

লোকসভায় এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। মন্ত্রী সাংসদরা থাকছেন। তাদের নিরাপত্তার ব্যবস্থা আরও কড়া হবে। এমনই মনে করছেন বিধানসভার স্পিকার। আগামী দিনে রাজ্য বিধানসভাতেও বাড়ানো হবে নজরদারি। এমনই মত প্রকাশ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *