বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূলের প্রতাপশালী নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডির ওপরে হামলার ঘটনায় এখনও পর্যন্ত তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি আবার ইডির বিরুদ্ধে। এই ঘটনার ত্রিশ ঘন্টা পরেও স্থানীয় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। ইডির ওপরে হামলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তৃণমূল নেতার ভবিষ্যত নিয়ে সতর্কবাণী শুনিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য।
শুক্রবারের ঘটনায় শেখ শাহজাহানের কেয়ারটেকার ন্যাজাট থানায় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেখানে দাবি করা হয়েছে, ইডির আধিকারিকরা কোনও পরোয়ানা ছাড়াই দরজা ভেঙে ঘরে ঢুকেছিলেন। দ্বিতীয় এফআইআরটি ন্যাজাট থানা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া ও সংবাদ মাধ্যমের ওপরে হামলার জন্য দায়ের করেছে। আর তৃতীয় এফআইআরটি দায়ের করেছে ইডি, সেখানে শেখ শাহজাহানকে অভিযুক্ত করা হয়েছে। ইডির তরফ থেকে সন্দেশখালির ঘটনার ভিডিও ইমেলে শেয়ার করা হয়েছে ডিজি ও এসপিকে।
প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় শুক্রবার উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বারোটা জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়ি ও বনগাঁর প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি। সকালে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে মারমুখী জনতার সামনে পড়ে রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। তাঁরা ফিরে আসতে বাধ্য হন। গভীর রাতে বনগাঁয় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় এলাকায় রণক্ষেত্র তৈরি হয়। যদিও সেই সময় লাঠি চালিয়ে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী।
এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, বাংলায় গণতন্ত্র নেই। তিনি আরও বলেছেন, মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের মতো সরকারের নেতৃত্ব দিচ্ছেন।
বিজেপি মুখপাত্র অমিত মালবিয়া বলেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখপাত্র অপরাধী শাহজাহানকে রক্ষা করতে পূর্ণ শক্তি নিয়ে বেরিয়ে এসেছিলেন। এই শেখ শাহজাহানই সন্দেশখালিতে ইডির আধিকারিক ও সংবাদ মাধ্যমের ওপরে হামলা নির্দেশ দিয়েছিলেন। এব্যাপারে অমিত মালব্য শেখ শাহজাহানের সাম্প্রতিক বক্তৃতার উল্লেখ করেছেন। যেখানে শেখ শাহজাহানকে বলতে শোনা গিয়েছে সিবিআই ও ইডি তাঁর কেশাগ্র স্পর্শ করতে পারবে না।
অমিত মালবিয়া বলেছেন, তিহার জেলে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের কাছে বলে পরিচিত অনুব্রত মণ্ডলের সব গুণ রয়েছে শেখ শাহজাহানের মধ্যে। শাহজাহানের পরিণতি হবে অনুব্রত মণ্ডলের মতোই এবং তা শীঘ্রই হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা।