Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

সম্ভবত বাংলাদেশে পালিয়েছে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখ! এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি সমস্ত বিমানবন্দর এবং বিএসএফকেও এই বিষয়ে ইডির তরফে অ্যালার্ট করা হয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল নেতাকে (Sandeshkhali Incident) ধরতে ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ চৌকিকে বিশেষ ভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। অন্যদিকে ইডির তরফে আইবি’ সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে শাহজাহান শেখকে বাগে পেতে একেবারে কোমর বেঁধে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মামলায় (Sandeshkhali Incident) আরও বেশ কয়েকজনকে জেরা করে শাহজাহান শেখের নাম পান তদন্তকারীরা। আর এরপরেই শুক্রবার তাঁর সন্দেশখালির বাড়িতে হানা দেয়।

আর সেখানে গিয়ে রীতিমত হামলার মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে। প্রায় ৮০০ থেকে ১ হাজার মানুষ তাদের ঘিরে ফেলে। হত্যার জন্যেই এই হামলা হয়। আর এই ঘটনার সময় বাড়িতেই শাহজাহান শেখ ছিলেন বলে ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কার্যত বাড়িতে বসেই গোটা ছক সে সাজায় বলে মনে করছে তদন্তকারী সংস্থা। যদিও এই ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্ত তৃণমূল নেতার।

তদন্তকারী সংস্থার দাবি, ঘটনার (Sandeshkhali Incident) পর সম্ভবত রাতেই গা ঢাকা দিয়েছেন শাহজাহান শেখ। এমনকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও সে পালিয়ে যেতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার। আর এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে।
এমনটাই জাতিয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর এই মর্মে দেশের সমস্ত বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিএসএফ এবং আইবিকেও অ্যালার্ট করা হয়েছে বলে খবর। এমনকি ইডির তরফেও বিভিন্ন সুত্রকে কাজে লাগিয়ে বেতাজ বাদশাকে হাতে পেতে হাতে পাওয়ার চেষ্টা করছে বলেও জানা গিয়েছে।

আর এরমধ্যে কুণাল ঘোষ চাঞ্চল্যকর দাবি করেছেন। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কুণাল জানিয়েছেন, শাহজাহানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইডির হাতে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এমনকি এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করেছেন তৃণমূল মুখপাত্র। যদিও ইডির তরফে এহেন দাবি খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *