Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জমকালো অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে সজ্জিত অযোধ্যা। সোমবার এই রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে অযোধ্যা নগরীকে সাজানো হয়েছে ফুলে ফুলে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২২ জানুয়ারিতে উদ্বোধনী অনুষ্ঠানের পর ২৩ জানুয়ারি থেকে মন্দির সারাধণ দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

উপস্থিত কংগ্রেস নেতা কৃষ্ণম

কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম উপস্থিত হয়েছেন রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। আজকের দিন সনাতন ধর্ম ও রামরাজ্য পুনর্গঠনের দিন। কয়েক শতক অপেক্ষা ও বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে এই দিনটি এসেছে। বললেন কৃষ্ণম।

ছবিতে পোজ কঙ্গনা-মধুরের

রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষ্যে সেখানে পৌঁছে গিয়েছেন বহু বলিউড তারকা। একসঙ্গে পোজ দিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী কঙ্গনা রানাউত।

অযোধ্যায় মিতালি

অযোধ্যায় গিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। সকলেই এই দিনটির অপেক্ষায় ছিলেন অনেকদিন ধরে। এমন একটি বড় দিনে উপস্থিত হতে পেরে উচ্ছ্বসিত মিতালি।

অযোধ্যায় পৌঁছে গিয়েছেন সাইনা নেহওয়াল। ভারতীয় ব্যাডমিন্টন তারকা মনে করছেন এই দিনটি সকলের জীবনে গুরুত্বপূর্ণ। অযোধ্যায় পৌঁছে নিজেকে ভাগ্যবান মনে করছেন সাইনা।

পৌঁছলেন দেবগৌড়া

অযোধ্যায় এসে পৌঁছেছেন জেডিএস প্রধান এইচডি দেবগৌড়া। এই দিনটিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পৌঁছে গিয়েছে পিটি উষাও

এদিন সকালে সরয়ূর তীর থেকে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, প্রাক্তন অ্যাথলিট পিটি উষা।

অযোধ্যার পথে সেলিব্রিটিদের একাংশ

রণবীর কাপুর, আলিয়া ভাটরা অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন।

স্বাগত জানাচ্ছেন বাবরি মামলাকারী

প্রাক্তন বাবরি মামলাকারী ইকবাল আনসারি বলছেন, দিনটি মানুষের জন্য উদযাপনের দিন হয়ে উঠেছে।

অযোধ্যায় যাচ্ছেন না আডবাণী

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যায় যাচ্ছেন না লালকৃষ্ণ আডবাণী।

বাসভবনে প্রার্থনা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্করসিং ধামী এদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তাঁর সরকারি বাসভবনে রামচরিত মানস পাঠ করেন এবং গোসেবা করেন।

আমন্ত্রিতদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রসাদের বাক্স তৈরি করা হয়েছে। যা এদিন তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ

অযোধ্যায় রামলালর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

উপরাষ্ট্রপতির শুভেচ্ছা

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা জানিয়েছেন ওরচেষ্টারের মেয়র

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ওরচেষ্টারের মেয়রও।

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী ভারতীয়রা রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *