Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান। রাম লালার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। আগামী সোমবার উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীতে চাঁদের হাঁট বসতে চলেছে। দেশের প্রথম সারির ন‌ক্ষত্ররা উপস্থিত থাকবেন রাম মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে। ব্যতিক্রম কেনইবা হবেন ক্রিকেটাররা। সচিন-ধোনি-বিরাটের পর শুক্রবার আমন্ত্রণ পেলেন আরও দুই ক্রিকেটার।

ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে রাম মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন মিতালি রাজ। শুক্রবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ তাঁকে আমন্ত্রণের খবর প্রকাশ্যে আনেন। সমাজমাধ্যমে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন মিতালি রাজ নিজেই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা যখন গিয়েছিলেন, তখন বাড়িতে ছিলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

তবে মিতা‌লি না থাকলেও রাম জন্মভূমি ট্রাস্টের আমন্ত্রণ গ্রহণ করেন তাঁর মা। মিতালির মায়ের হাতে আমন্ত্রণপত্র দিয়ে এসেছেন তাঁরা। রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজের উচ্ছাসের কথা গোপন রাখেননি মিতালি নিজে। সমাজমাধ্যমে মিতালি লিখেছেন, ”অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা মঙ্গল বিধির আমন্ত্রণ পেয়ে নিজেকে আশীর্বাদ ধন্য মনে হচ্ছে। আমার হয়ে মা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।”
শুধু মিতালি নন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও আগামী সোমবার অর্থ্যাত ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগদানের জন্য একটি আমন্ত্রণ পেয়েছিলেন৷

তামিলনাড়ুর বিজেপি রাজ্য সম্পাদক ড. এসজি সূর্য এবং সহ-সভাপতি ভেঙ্কটরামন সি আর অশ্বিনের কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন৷ আমন্ত্রণ প্রাপ্তির ছবিটি অশ্বিন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুষ্ঠানের জন্য দেশের ৬ হাজার জনেরও বেশি মানুষকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আগামী সোমবার অযোধ্যার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্রিকেটার ও অভিনেতাসহ বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে এই অনুষ্ঠানের এমএস ধোনি, বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর, ভেঙ্কটেশ প্রসাদের মতো ক্রিকেট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ ভারতের দুই প্রতিনিীধি অশ্বিন ও মিতালি রাজ। এছাড়াও আছেন রোহিত শর্মা, সুনীল গাভাসকর, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, কপিল দেব, রবীন্দ্র জাদেজা।

অযোধ্যায় রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের বৈদিক অনুষ্ঠান শুরু হয়েছে মঙ্গলবারের অনুষ্ঠানের এক সপ্তাহ আগে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য মন্দির খুলে দেওয়া হবে। দুপুর ১টার মধ্যে ‘প্রাণ প্রত্যয়’ শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ক্রীড়াবিদদের মধ্যে এখনও পর্যন্ত আমন্ত্রণ পেয়ছেন নীরজ চোপড়া, বিশ্বনাথন আনন্দ, পিটি উষা, সাইনা নেহওয়াল, লিয়েন্ডার পেজ, পিভি সিন্ধু, বাইচুং ভুটিয়া, পুল্লেলা গোপীচাঁদ, বাচেন্দ্রি পল, কল্যাণ চৌবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *