Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

আজ থেকে শুরু হয়ে গেল রঞ্জি ট্রফি। বিশাখাপত্তনমে ড. ওয়াইএস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা মুখোমুখি হয়েছে অন্ধ্রের।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলা। যদিও প্রথম ম্যাচ থেকেই বাংলাকে ভোগাতে শুরু করল ওপেনিং জুটি।

বাংলা দলে আজ তিনজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। এ ছাড়াও শ্রেয়াংশ ঘোষ ও সৌরভ পাল সুযোগ পেয়েছেন মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দলে। ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকায় অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমারকে পায়নি বাংলা। চোটের কারণে নেই শাহবাজ আহমেদ।

বাংলাকে বাধ্য হয়েই নতুন ওপেনিং জুটি নামাতে হয়েছে। সৌরভ পাল অভিষেক ম্যাচে ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও অপর ওপেনার শ্রেয়াংশ এদিন হতাশ করেছেন। ৭.১ ওভারে ২৪ রানের মাথায় বাংলা প্রথম উইকেট হারিয়েছে। কে নীতীশ কুমার রেড্ডির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন শ্রেয়াংশ। তিনি ১টি চারের সাহায্যে ২২ বলে ১১ রান করেছেন।
শ্রেয়াংশ আউট হওয়ার পর তিনে ব্যাট করতে নেমেছেন সুদীপ ঘরামি। ওপেনার সৌরভকে নিয়ে তিনি বাংলাকে আপাতত ৫০ রানের গণ্ডি পার করিয়ে দিয়েছেন। শেষ পাওয়া খবরে বাংলার স্কোর ২৬ ওভারে ১ উইকেটে ৫৯। সৌরভ পাল ৮৬ বলে ২৪ ও সুদীপ ঘরামি ৫০ বলে ১৬ রানে ব্যাট করছেন। দুজনেই ২টি করে বাউন্ডারি মেরেছেন।

বাংলা দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালোই মিশেল রয়েছে। হনুমা বিহারীর নেতৃত্বাধীন অন্ধ্রের বিরুদ্ধে বাংলা দলে সৌরভ, শ্রেয়াংশ, সুদীপ ছাড়াও রয়েছেন অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, ঈশান পোড়েল, আকাশ দীপ ও মহম্মদ কাইফ।
বিশেষজ্ঞরা মনে করছেন এবারের রঞ্জি ট্রফি থেকেই ভারতীয় দলের সাপ্লাই লাইন ঠিক রাখতে পেসারদের বড় পুল তৈরি করা জরুরি। ঠাসা ক্রীড়াসূচি যেমন কারণ, তেমনই মহম্মদ শামির মতো বোলাররা বয়সের কারণে বেশিদিন সব ফরম্যাটে খেলতে পারবেন না। তার উপর চোট-আঘাতের সমস্যার কথা মাথায় রেখে উপযুক্ত বিকল্প তৈরি রাখা জরুরি।

বাংলার মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকায় যে পারফরম্যান্স উপহার দিয়েছেন তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও জায়গা ধরে রাখবেন। ফলে মুকেশকে বাংলা রঞ্জি ট্রফিতে নাও পেতে পারে। সেক্ষেত্রে সকলের নজর থাকবে শামির ভাই মহম্মদ কাইফের দিকে। দাদার মতো ভাইও ভবিষ্যতে ভারতীয় দলে জায়গা করার মতো চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিতে পারেন কিনা তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *