বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
তাঁরা দুইজনেই কিংবদন্তি। একজন ক্রিকেট মাঠের অন্যজন টেনিস কোর্টের। বিরাট কোহলি-নোভাক জকোভিচ। দুই মহাতারকাই কিন্তু একে অপরের গুণগ্রাহী। শনিবার অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই কোহলির বিরাট প্রশংসায় পঞ্চমুখ হন সার্বিয়ান টেনিস তারকা। পাল্টা জকোভিচকে সম্মান জানাতে বেশি সময় নিলেন না কোহলি।
কোহলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এ কথাও জোকার জানিয়ে দিয়েছেন যে, মাঝেমাঝেই কোহলির সঙ্গে মেসেজ আদানপ্রদানও হয় তাঁর। তবে এখনও পর্যন্ত দু’জনের মুখোমুখি দেখা করার সুযোগ হয়নি। তবে কিং কোহলিও জকোভিচের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছেন। বিসিসিআইয়ের সোশ্যাল সাইটে পোস্ট করা ভিডিওতে জকোভিচ সম্পর্কে নিজের মনে কথা জানিয়েছেন কোহলি।
কোহলির কথায়, ‘আমার এবং জকোভিচের মধ্যে বেশকিছুবার বার্তা আদান প্রদান হয়েছে। আমার ৫০তম শতরানের পর জকোভিচ একটি স্টোরি পোস্ট করেন, আমি তখন সেটা দেখে তাঁকে বার্তা পাঠাতে যাই, কিন্তু দেখি ইতিমধ্যেই তাঁর বার্তা আমার কাছে এসে গিয়েছে। এভাবেই আমাদের মধ্যে কথা শুরু হয়। গ্লোবাল অ্যাথলিটদের সঙ্গে যোগাযোগে থাকাটা আমার খুবই ভালো লাগে।’
দুই জনে শুধু কিংবদন্তিই নন, একইসঙ্গে ফিটনেসের দিক থেকেও দুইজনেই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে জকোভিচের ফিটনেস যে তাঁর কাছেও একটা শিক্ষা তা জানাতে ভুল করেননি কোহলি। তাঁর কথায়, ‘আমি জকোভিচকে এবং তাঁর যাত্রাপথকে সম্মান করি এবং ফিটনেসের প্রতি তাঁর প্যাশানকে অনুসরণ করি।’
শনিবারই বিরাটের সঙ্গে দেখা না হওয়া নিয়ে আক্ষেপ করেন জকোভিচ। জোকাররে কথায়, গত কয়েক বছর ধরেই বিরাট কোহলি এবং আমি একে অপরকে বার্তা পাঠাই। তবে এখনও পর্যন্ত মুখোমুখি দেখা হওয়ার সুযোগ হয়নি। এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘আশা করি তিনি শীঘ্রই ভারতে আসবেন, আমিও সেই সময় দেশে থাকব। অবশ্যই তাঁর সাথে দেখা করব এবং এক কাপ কফি খাবো।’
শনিবার ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে জকোভিচ বলেন, বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। সচিন, বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার বার্তা আদান প্রদান চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর সাফল্যে আমি খুবই খুশি।”