বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ভারত ন্যায় যাত্রা শুরুর আগেই সংকট।প্রবল কুয়াশায় বিলম্বিত বিমান, এখনও দিল্লিতেই রাহুল।
একাধিক বিধিনিষেধের মাঝেই আজ মণিপুরে সূচনা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রার। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত হবে এই ভারত জোড়ো যাত্রা। মণিপুরে সব প্রস্তুতি সারা হলেও দিল্লি থেকে এখনও উড়তে পারেনি রাহুলদের বিমান। এদিকে আজই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন মুম্বইয়ের দাপুটে নেতা মিলিন্দ দেওরা।