Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটার জীবনে কিংবদন্তি ব্যাটসম্যান হিসাবেই পরিচিত ছিলেন। তাঁর পুত্র সামিত কিন্তু শুধু ব্যাট নয় বল হাতেও নজর কাড়লেন। ব্যাট হাতে কোচবিহার ট্রফির ম্যাচে আগেই দুরন্ত ইনিংস খেলেছিলেন দ্রাবিড় পুত্র। এবার ভাইরাল হয়েছে দ্য ওয়ালের ছেলের বোলিংয়ের ভিডিও।

সমিত দ্রাবিড়ের বল করার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। চলতি কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলং করেছেন সামিত। ১০ ওভারে ৪১ রান দিয়েছিলেন তিনি, তবে কোনও উইকেট পাননি তিনি। তবে বাবাকে কোনও দিন বল হাতে দেখা না গেলেও ছেলে যে ব্যাট বল উভয় ক্ষেত্রই সাবলীল হয়ে উঠার চেষ্টা করছেন তা এই ভিডিও থেকেই প্রমাণিত হচ্ছে।

গত সেপ্টেম্বর মাসে কর্ণাটকের অনূর্ধ্ব-১৯ দলে মানকদ ট্রফির জন্য নির্বাচিত করা হয়েছিল সমিতকে। মাঝে দ্রাবিড় পুত্র খবরে এসেছিলেন তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে। তিনি তাঁর দল কর্ণাটকের হয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন।সমিত দ্রাবিড় ১৫৯ বলে ৯৮ রানের ইনিংস খেলেন। তিনি তাঁর ইনিংসে ১৩টি চার এবং একটি ছক্কা মেরেছিলেন।
তবে দ্রাবিড়ের পুত্র হলেও নিজেকে ব্যাটার হিসাবে সীমাবদ্ধ রাখছেন না।। অলরাউন্ডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সক্রিয়া সমিত। বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে যখন ছুটিতে ছিলেন তখন ছেলের খেলা দেখার জন্য মাঠেও গিয়েছিলেন।বিরাট-রোহিতদের কোচিং করানোর ফাঁকে ছেলের ক্রিকেটের উন্নতিতে কতটা সময় দেন দ্য ওয়াল?

সম্প্রতি খেলা সম্প্রচারকারী চ্যানেএ একটি সাক্ষাৎকারে দ্রাবিড় ছেলেকে কোচিং করানোর প্রসঙ্গে বলেন, ‘আমি সমিতকে কোচিং করানোর চেষ্টা করি না । আমি সেটা করা বন্ধ করে দিয়েছি। একজন অভিভাবক এবং কোচ হওয়া কঠিন। তাই আমি অভিভাবক হওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানেও আমি জানি না আমি কেমন পারফরম্যান্স করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *