Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

টি২০ বিশ্বকাপের বছরে ভারতীয় দলের জন্য নতুন নির্বাচকের খোঁজ শুরু করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিনিয়র পুরুষ দলের জন্য একজন জাতীয় নির্বাচক পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন জানানো হয়েছে সিনিয়র পুরুষ দলের জন্য একজন নির্বাচককে নেওয়া হবে।

অজিত আগরকারের নেতৃত্বাধীন বর্তমান পাঁচ সদস্যের নির্বাচকদের মধ্যে কাকে বাদ দেওয়া হবে তা অবশ্য নির্দিষ্ট করেনি। বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, বোর্ড প্রতিটি জোন (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য) থেকে একজন নির্বাচককে বেছে নেওয়া হয়। কোন নির্বাচক পাঁচ বছরের বেশি পদে থাকতে পারেন না (জুনিয়র এবং সিনিয়র প্যানেল একসাথে নেওয়া হয়)।

গত ফেব্রুয়ারি মাসে চেতন শর্মা ইস্তফা দেওয়ার পর থেকে প্রধান নির্বাচকের পদ ফাঁকা ছিল। অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছিলেন শিবসুন্দর দাস। কয়েকমাস পরই চেতন শর্মার উত্তরসূরী হন অজিত আগরকর। তিনি পশ্চিমাঞ্চল থেকেই প্রতি‌নিধিত্ব‌ করেন। পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন জোরে বোলার সলিল আঙ্কোলা।
আগরকর, সলিল আঙ্কোলা ছাড়াও বর্তমানে জাতীয় দলের নির্বাচক হিসাবে রয়েছেন শিবসুন্দর দাস(পূর্বাঞ্চল), সুব্রত বন্দ্যোপাধ্যায় ( সেন্ট্রাল), শ্রীধরন শরথ(দক্ষিণাঞ্চল)। এটা সম্ভব যে বিসিসিআই উত্তরাঞ্চল থেকে কাউকে কমিটিতে রাখতে চাইবে, এবং পশ্চিমাঞ্চলের দুইজনের মধ্যে থেকে একজনকে বাদ দেওয়া হতে পারে। তবে এই ক্ষেত্রে আগরকরের বাদ পড়ার সম্ভাবনা যে খুবই কম তা বলাই বাহূল্য।

আগ্রহীরা ২৫ জানুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা পর্যন্ত তাদের আবেদন জমা দিতে পারেন। সেই আবেদনের ভিত্তিতে বিসিসিআই তারপরে সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেয় সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার পর্বে আমন্ত্রণ জানানো হবে।
যোগ্য হওয়ার জন্য আবেদনকারীদের ন্যূনতম সাতটি টেস্ট, বা ৩০টি প্রথম-শ্রেণীর খেলা বাধ্যতামূলক। পাশাপাশি দশটি ওয়ানডে এবং টি২০ প্রথম-শ্রেণীর ম্যাচে প্রতিনিহধিত্ব করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।

আগরকারের নেতৃত্বাধীন কমিটি ২৫ জানুয়ারী থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শুরু হতে চলা পাঁচ টেস্টের মধ্যে প্রথম দুটির জন্য ভারতীয় দল বেছে নিয়েছে। , বিশাখাপত্তনমে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়া দ্বিতীয় টেস্টের পর পরবর্তী তিনটি টেস্টের জন্য স্কোয়াড বাছাই করা হতে পারে। ভারতের পরবর্তী ইংল্যান্ড টেস্টের পর অ্যাসাইনমেন্ট হল টি২০ বিশ্বকাপ যা আইপিএল ২০২৪ এর পরপরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *