বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শীত বড়ো ডিগবাজি খাচ্ছে। কখনো শীত বাড়ছে আবার পড়ে গরম বাড়ছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে পূবালী হাওয়া তৈরী করেছে এই সমস্যা। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবার একটা শীতের পরিবেশ তৈরী হয়েছে। সোম / মঙ্গলবারের মধ্যেই আবার কিছুটা শীত বাড়বে। গতকাল সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা। আজও একই রকম থাকবে আবহাওয়া। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে।
এই মুহূর্তে বাতাসে যথেষ্ট জলীয় বাষ্প থাকায় ঠান্ডা জমিয়ে পারতে পারছে না। বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ,মালদা ও বীরভূম, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ শীত কিন্তু স্বমহিমায় হাড় কাঁপিয়ে দিচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।