বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার মাধার মধ্যেই কয়েকটি জেলায় তাপামাত্রার পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সঙ্গে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৮ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে আঘাত হানতে চলেছে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলারই কোন না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। এছাড়া আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এই সময়ের মধ্যে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পেরে। তবে তার পরের দু’দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই বেড়েছে, কোনও জায়গায় আবার কমেওছে। এদিন বাঁকুড়ায় ১৩.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।