Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

হাওয়া অফিস সকালের বার্তায় জানিয়েছে, শীত এবার দ্বিতীয়বার আসছে। বাঙালিকে সম্পূর্ণ হতাশ হতে হবে না। বাতাসে জলীয় বাষ্প কমতে শুরু করেছে। পূবালী বাতাস অনেকটা কমে গেছে। এবার আবার উত্তুরে বাতাস ঢুকবে। বেশ কিছুদিন থেকে দক্ষিণবঙ্গে শীত নেই বললেই চলে। সকালে উঁকি দিচ্ছে রোদ, ওদিকে মহা নগরীর ভীড়ে এই শীতকালেও ঘামছেন মানুষজন। এরই মধ্যে অবশ্য মন ভালো করা খবর দিলো আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের আধিকর্তা আজকে বার্তায় বলেছেন, ১০/১১ তারিখ থেকে কমবে তাপমাত্রা। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। জানুয়ারির ১০ তারিখের পর থেকে ভালো ঠান্ডা অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী।

সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে রোদ উদ্ভাসিত হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। গতকাল সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা। আজও একই রকম থাকবে আবহাওয়া। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া আপরিবর্তীত থাকবে। উত্তরের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *