বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে দুই বঙ্গ। ইতিমধ্যে খবর পাওয়া যাবে কুয়াশার জন্য অনেক বিমান ও ট্রেন দেরিতে ছাড়ছে। তারমধ্যে আকাশে মেঘের স্তর। হাওয়া অফিসের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ও কাল দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা আছে।কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভিজবে মহা নগরী।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা ঘোষণা করেছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিঙে তুষারপাত হবে। এছাড়াও , পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সকালে ঘন কুয়াশায় চারপাশ যেমন থাকবে ঠিক তেমনই বেলার দিকে মেঘলা হয়ে যাবে আকাশ। আজ, বুধবার বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। ঘন কুয়াশার সর্তকতা রয়েছে কয়েকটি জেলায়। তবে সেই প্রবল শৈত্যপ্রবাহ থেকে এবার কিছুটা মুক্ত হতে চলেছে দুই বঙ্গ। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর-পশ্চিম ভারতে। অর্থাৎ, বঙ্গোপসাগরে হাই প্রেসার জোন তৈরি হচ্ছে। ফলে বঙ্গোপসাগর থেকে পূবালী গরম হাওয়ায় জলীয় ঢুকবে। এই গরম হওয়ার সঙ্গে পশ্চিমের শীতল হাওয়ার সংস্পর্শেই বৃষ্টির সম্ভাবনা।
যাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ।