Spread the love

বেঙ্গল পাচ্ছে নিউজ ডেস্ক ::

প্রত্যেক দিনের মতো সকালে ঘন কুয়াশা ও বেলা বাড়লে ঝকঝকে রোদ। তাপমাত্রা কমছে। তবে আপাতত তাপমাত্রা আর কমবে না বলেই জানা যাচ্ছে।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির সম্ভাবনাও প্রবল হচ্ছে। বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এককথায় শীত-বৃষ্টির জোড়া দাপট। গত সপ্তাহেও বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। শীতের মাঝে বৃষ্টিতে নাজেহাল মানুষজন। এরই মধ্যে আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের। ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আজও বৃষ্টির হতে পারে বিচ্ছিন্নভাবে। তবে দক্ষিণ বঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।
২৬ জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কিছুটা হলেও হাড় কাঁপুনি কমবে মানুষের। তবে সকালের দিকে ভালো কুয়াশা থাকবে।

উত্তরবঙ্গ নিজের মতোই আছে। ঠান্ডায় একদম জবুথবু। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সমতলের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গও তীব্র কুয়াশায় ঢেকে থাকবে সকালের দিকটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *