Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :

শিলিগুড়ির একটি বাংলা মাধ্যমের ইষ্কুলে বসেছিল টেট পরিক্ষা। আজ সেখানে ঢুকতে গিয়ে দেরী করায় ঢুকতে দেওয়া হল না বেশ কয়েকজন টেট পরিক্ষার্থীদের। যারা দায়িত্ব ছিলেন তারা জানিয়েছেন এটা খুবই খারাপ ঘটনা যে এইসব পরিক্ষার্থীরা দেরী হয়ে যাওয়ায় ঢুকতে পারলেন না। তবে এটা আমাদের কিছুই করার নেই, আমাদের যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে নিয়মের বাইরে গিয়ে কোন কাজ না করতে। যারা আজকে পরিক্ষা দিতে পারলেন না তাদের আগের দিন থেকেই তৈরী থাকা উচিত ছিল। কারন এই পরিক্ষা তাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেটা দিতে তারা না পারায় দোষ কিছুটা তাদের উপরেও বর্তায় অনেকটা। আমি যাচ্ছি পরিক্ষা দিতে আমার এই বিষয় জানা প্রচণ্ডভাবে দরকার যে সঠিকভাবে পরিক্ষা দিতে গেলে কি করতে হবে। শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না।
অন্যদিকে পরিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন এমন কিছু দেরী হয় নি, তারাও জানতেন সমস্যা হতে পারে যদি সময়ের আগে পৌছাতে না পারলে। তবে যারা মুল দায়িত্বে ছিলেন তাদের একটু সহানুভূতির সাথে ব্যাপারটা দেখা উচিত ছিল। এতজন আজ এতদুর থেকে এসে পরিক্ষা না দিয়ে চলে গেলেন এটা যেমন দুর্ভাগ্যের তেমনিই হতাশার। দুদলের বাকবিতন্ডায় উত্তেজনা বাড়ায় নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এসে দুদলকেই সরিয়ে দেন। -শুভজিৎ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *