বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে গতকাল থেকে শুরু হল উন্মুক্ত পোশাক ঘরের দোকান।শিলিগুড়ির ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসুদেব ঘোষ জানান আমরা রাজা রামমোহন সরনীর দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে নতুন পদক্ষেপ নিয়েছি উন্মুক্ত পোষাক ঘর এখানে যাদের প্রয়োজনের অতিরিক্ত পোষাক তারা রেখে যেতে পারবেন যাদের প্রয়োজন নিয়ে যেতে পারবেন।
আপনারা যারা ইচ্ছুক অবশ্যই আসুন ১২নম্বর ওয়ার্ড, রাজা রামমোহন রায় রোড হাকিমপাড়াতে। গতকাল সকাল থেকেই অনেক মানুষ আসছেন এবং তাদের ব্যাবহার করা পোশাক রেখে যাচ্ছেন এখানে। অনেকেই সাধুবাদ জানিয়ে এখানে তাদের তৈরী করা পোশাক পাঠিয়ে দিচ্ছেন। কিংবা নিজেরাই দিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ আসছেন এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলে জানালেন কাউন্সিলার বাসুদেব ঘোষ। তিনি জানান আমাদের এই প্রচেষ্টা মানুষের আর্শীবাদ নিয়েই সফল হবে এই আশা রাখছি আমরা।