Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চতুর্থ দফায় মোট ৬৯.১৭ শতাংশ ভোট পড়েছে। গত সোমবার রাজ্যের পাশাপাশি দেশের একাধিক লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল। আজ বুধবার সম্পূর্ণ ভোট শতাংশ প্রকাশ্যে এসেছে নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে।


এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০১৯-এর ভোটের হারের থেকে বেশি। নির্বাচন কমিশনের (Election Commission of India) দেওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বেশি ভোট (Lok Sabha Election 2024) পড়েছে অন্ধ্র প্রদেশে। সেখানে ভোটের হার ৮০.৬৬ শতাংশ। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে ভোটের হার সবথেকে কম- ৩৮.৪৯ শতাংশ।

বিহার – ৫৮.২১ শতাংশ

ঝাড়খণ্ড – ৬৬.০১ শতাংশ।

মধ্যপ্রদেশ – ৭২.০৫ শতাংশ।

মহারাষ্ট্র – ৬২.২১ শতাংশ।

ওডিশা – ৭৫.68 শতাংশ।

তেলেঙ্গানা – ৬৫.৬৭ শতাংশ।

উত্তরপ্রদেশ – ৫৮. ২২ শতাংশ।

পশ্চিমবঙ্গ – ৮০.২২ শতাংশ।

বলে রাখা প্রয়োজন, চতুর্থ দফায় বাংলায় ভোটের হার (Lok Sabha Election 2024) বেড়েছে অন্যান্য দফার থেকে। তবে ২০১৯ সাল কিংবা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোটের হারকে ছাপিয়ে যেতে পারেনি। গত ১৩ তারিখ রাজ্যের ৮ আসনে ভোট হয়েছে। নির্বাচন হয়েছে বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম লোকসভা আসনে।

সেই মতো বর্ধমান পূর্বে সবথেকে বেশি ভোটদান হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৮২.৮৫%। বোলপুরে ভোটের হারে দ্বিতীয় নম্বর রয়েছে। সেখানে ৮২.৬৬ শতাংশ ভোট পড়েছে। বীরভূমে ৮১.৯১% ভোট পড়েছে।

রানাঘাটে ৮১.৮৭%, বর্ধমান-দুর্গাপুরে ৮০.৭২%, কৃষ্ণনগরে ৮০.৬৫%, বহরমপুরে ৭৭.৫৪%, আসানসোলে ৭৩.২৭ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিওয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *