Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি আরো ঘেটে গেলো SSCর এই নির্দেশিকার জন্য। এবার বাংলার সব শিক্ষককে নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তাঁরা যোগ্য। এমনই নির্দেশিকা দেওয়া হল শিক্ষা দফতরের তরফ থেকে।

হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য। এ ক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি। কিন্তু কেন? SSC কেন এটা করতে চলেছেন? যে শিক্ষক হয়তো আর দু’এক চাকরি করবেন, তাদেরও কেন দিতে হবে?

SSCর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষকদের জমা দিতে হবে এসএসসি-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র। এসএসসি-থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো। প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআই-দের কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে। সব কাগজ খতিয়ে দেখে ৭ জুনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআই-রা। পরিষ্কার একটা বিষয় বোঝা যাচ্ছে, ২০১৬ সালের প্যানেল বাতিলের পড়ে খুবই সমস্যায় পড়েছে স্কুল শিক্ষা দপ্তর। তাই তারা দৃষ্টি ঘোরাতে চাইছেন। বাম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “এই আমলের দুর্নীতিকে আড়াল করার জন্য এটা রাজ্য সরকারে একটা বাহানা। পুরো তদন্ত ঘেঁটে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *