Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একেবারে চলে না গেলেও জলের সমস্যা দিনের পর দিন তীব্রতর হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে জল সকালে আসলেও বিকেলে একেবারেই আসছে না।

আবার কোন কোন ওয়ার্ডে কোনবেলায়ই জল আসছে না।আসলেও একেবারেই সরু হয়ে জল আসছে। ড্রাম, জারিকেন এবং অন্যান্য জলের পাত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে আছেন স্থানীয় মানুষ। জল কতক্ষন থাকবে জানেন না কেউই। তাই যেভাবেই হোক না কেন জল নিয়ে বাড়িতে যেতে হবে এই মনোভাব নিয়েই চলছেন সাধারন মানুষ। জলের জন্য লাইন দিয়ে দাড়িয়ে আছেন শিলিগুড়ির হাকিমপাড়া থেকে কলেজপাড়া এবং সুভাষপল্লী থেকে দেশবন্ধুপাড়া, হায়দার পাড়া থেকে পাঞ্জাবী পাড়ার মানুষ। না গেলেও কাল থেকে জল পাওয়া যাবে না এই আশঙ্কা নিয়ে চলছেন সকলে। অনেকেই আছেন পানীয় জলের ক্ষেত্রে ট্যাপের জলের উপরেই নির্ভরশীল। তাই জলের জন্য তাড়া বেশী তাদেরই। যদিও মেয়র গৌতম দেব জানিয়েছেন আগের মত আশঙ্কায় পড়বেন না সাধারন মানুষ। তবুও জলের জন্য দৌড়াতে তো হবেই। কিভাবে জল পাওয়া যাবে চিন্তা করছেন না কেউই, তাদের একটাই চিন্তা জল রাখতে হবে বাড়িতে তাদের এবং তাদের পরিবারের জন্য। জলযন্ত্রনা যে সত্যি সত্যি জীবনের সাথে অনেকটাই জড়িত হয়ে আছে তা তো আমরা জানি সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *