Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এটা প্রত্যাশাত ছিল যে দক্ষিণবঙ্গের ভোট নির্জলা থাকবে না। থাকছেও না। সর্বত্র ভোট লুঠের অভিযোগ আসছে। সকাল ১১টা পর্যন্ত আট লোকসভা আসন মিলিয়ে বাংলা মোট অভিযোগ জমা পড়ল ৯৫৪টি।

এর মধ্যে বিজেপি ৮২, সিপিআইএম ৮৪ এবং তৃণমূল ২টি অভিযোগ জমা দিয়েছে। NGRS-এ ৫৩৯টি, C VIGIL-এ ২৩৮টি এবং CMS-এ ১৭৭টি অভিযোগ জমা পড়েছে। বোঝাই যাচ্ছে, মূল অভিযোগের তীর তৃণমূলের দিকে।

এদিকে আজ দেব গাড়ি নয়, দলীয় কর্মীর বাইকে ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। যদিও বাইক চালকের মাথায় নেই কোনো হেলমেট। দলীয় কর্মীর বাইকে চড়ে ভোট কেন্দ্র পরিদর্শনে ঘাটালের তৃণমুল প্রার্থী দেব।৭১ নম্বর বুথ দৌলতচক প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। বাইক থেকে নেমে ঘাটাল বিধানসভার ৭১ নম্বর বুথে দেব পৌঁছালে তাঁকে ঘিরে সাধারণ মানুষ ও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে চরম উৎসাহ দেখা যায়। ভোট পড়ছে দ্রুত গতিতে। কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৩৮.০৫ শতাংশ, কাঁথি লোকসভা কেন্দ্রে ৩৮.০৩ শতাংশ, ঘাটাল লোকসভা কেন্দ্রে ৩৯.২১, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ৩৮.২৪, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ৩৪.৪১, পুরুলিয়া লোকসভা কেন্দ্রে ৩৩.১৬, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ৩৫.৮৪, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ৩৭.৯৮ শতাংশ। মোট ভোট পড়েছে ৩৬.৮৮ শতাংশ। বেশ উত্তেজনার মধ্যেই এগিয়ে চলেছে ষষ্ঠ দফার ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *