Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকাল সাড়ে পাঁচটায় পথে নেমেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। তিনি চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন এক বুথ থেকে আরেক বুথে। প্রথমেই খবর আসে হলদিয়ায় তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। ছুটে যান হলদিয়া।

তার পরেই ঘুরতে থাকেন সর্বত্র। এদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সাথে রাজ্য পুলিশের বচসা বেধে যায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে অন্য ছবি। মাঝপথেই হিরণকে আটকে দিল একদল লোক। তাঁদের হাতে লাঠি। রীতিমতো রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এক বৃদ্ধ শুয়ে পড়ে চীৎকার করতে থাকেন। কোনো ভাবে কেন্দ্রীয় বাহিনী তা সামাল দেয়।

অন্যদিকে আবার হলদিয়া থেকে তৃণমূলের বুথ জ্যামের খবর আসে। হলদিয়ায় ভবানীপুর শান্তি বিবেকানন্দ কন্যা বিদ্যা মন্দিরে চলছিল ভোট। সেখানে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পৌঁছতেই তিন-চারজন ছেলে জুতো ফেলে দৌড়ে পালায়। কিছু সময় পর পাল্টা ‘চোর’ স্লোগান ওঠে। গো ব্যাক স্লোগান তুলে জমায়েত হয় এলাকায়। অশান্ত হয়ে ওঠে পরিবেশ। ওঠে জয় বাংলা স্লোগানও। দক্ষিণবঙ্গে ভোট নিয়ে চরম অশান্তি আগেই শুরু হয়েছিল। দক্ষিণবঙ্গ ধরে রাখা তৃণমূলে কাছে চ্যালেঞ্জ অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করা বিজেপির সিদ্ধান্ত। তার পরিণামেই এই অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *