Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বাইশ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান। দেশ-বিদেশের ভক্তরা একদিকে যেমন সেখানে যেতে শুরু করেছেন, অন্যদিকে অনেকেই অপেক্ষা করছেন শ্রী রামের দর্শনের জন্য। বিরোধী দলগুলি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছে না। কেউ কেউ আবার আমন্ত্রণের ধরন নিয়ে। যেমন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বিজেপি সরকারকে আক্রমণ করতে দিয়ে ভগবান রামের সব থেকে বড় ভক্তের কথা উল্লেখ করেছেন।

দিগ্বিজয় সিং ছত্তিশগড়ের রামনামী সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেছেন, এই সম্প্রদায়ের লোকেরা তাঁদের পুরো শরীরে রাম ট্যাটু করে। তাঁদের থেকে বড় রাম ভক্ত আর কে হতে পারে, প্রশ্ন করেছেন তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব হিন্দু পরিষদ কি এই সম্প্রদায়ের লোকেদের আমন্ত্রণ জানিয়েছে, সেই প্রশ্নও তুলেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, ছত্তিশগড়ের রামনামী সম্প্রদায়ের লোকেরা আজও তাঁদের শরীরে রাম ট্যাটু করায়। তাঁদের থেকে বড় রামের ভক্ত আর কে হতে পারে, বলেছেন তিনি। দিগ্বিজয় সিং বলেছেন, পরশুরামকে ১৮০৫ সালে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ করা প্রয়োজন কংগ্রেস ইতিমধ্যেই অযোধ্যায় রামমন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তারপরেই দিগ্বিজয় সিং বলেছিলেন, তাঁরা রামের প্রতি বিশ্বাস রাখেন। ভগবান রামকে দেখার জন্য তাঁদের কোনও তাড়া নেই। অযোধ্যায় রাম মন্দির তৈরি শেষ হলে তারা সেখানে যাবেন বলেও জানিয়েছিলেন তিনি। দিগ্বিজয় সিং আরও বলেছিলেন, ভগবান রামের দর্শনের জন্য তাদের আমন্ত্রণের প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *