বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ফের বৈষ্ণোদেবী গেলেন শাহরুখ খান। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার তিনি বৈষ্ণোদেবী গেলেন। আগের দুবার গিয়েছিলেন পাঠান এবং জওয়ানের সাফল্য কামনায় এবার ডাঙ্কির সাফল্য কামনায় তিনি বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিলেন।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ডাঙ্কি। তার আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখ খান। এই নিয়ে এটি তাঁর তৃতীয় ছবি। চলতি বছরে পর পর তিনটি ছবি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের। তারমধ্যে প্রথম দুটি ছবি ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে। তারপরেই তাঁর তৃতীয় ছবি ডাঙ্কি মুক্তি পেতে চলেছে।
বড়দিনকে সামনে রেখেই রাজকুমার হিরানীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ডাঙ্কি। এই প্রথম রাজকুমার হিরানীর সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। পাঠান-জওয়ানের থেকে একটু অন্য ধারার সিনেমা ডাঙ্কি। এতে শাহরুখ খান ছা়ড়াও রয়েছেন তপসী পান্নু, ভিকি কৌশলরা। ইতিমধ্যেই ডাঙ্কির ট্রেলার প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি গানও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। সেগুলি লোকমুখে শোনাও যাচ্ছে।
নতুন করে খ্যাতির শীর্ষে বসে রয়েছেন শাহরুখ খান। গত কয়েক বছরে লাগাতার বক্স অফিসে ব্যর্থতা দেখেছেন তিনি। একাধিক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তারপরে চলতি বছরে যেন একের পর এক ধমাকা দিয়েছেন শাহরুখ খান। পাঠান রেকর্ড গড়েছে বক্স অফিসে। আবার পাঠানকে চপকে গিয়েছে শাহরুখের পরের ছবি জওয়ান। এখনও সেই ছবির রেকর্ড বক্স অফিস কালেকশন কেউ ভাঙতে পারেনি।
গত ২ বারও শাহরুখ খানকে দেখা গিয়েছিল বৈষ্ণোদেবীতে ছবি মুক্তির আগে প্রার্থনা করে গিয়েছিলেন তিনি। এবারও তিনি ছবির সাফল্য কামনায় হাজির হয়েছিলেন বৈষ্ণোদেবীতে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা। নীল রঙের হুডি জ্যাকেট পরে তাঁকে দেখা গিয়েছে বৈষ্ণোদেবী মন্দিরের বাইরে।