Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

বাহুবলী, RRR-র মতো ছবি তৈরি করেছেন তিনি। দেশের অন্যতম সেরা পরিচালকদের তালিকায় পড়েন এস এস রাজামৌলি। এবার তিনি জনপ্রিয় তেলুগু ছবির তারকা মহেশবাবুকে নিয়ে ছবি করতে চলেছেন। দক্ষিণ ভারতের সুপারস্টারদের মধ্যে একজন মহেশবাবু।

এক একটি ছবির জন্য ৭০-৮০ কোটি টাকা নেন তিনি। রাজামৌলির ছবিতে কাজ করছেন মানে তাঁরা পারিশ্রমিকও বাড়বে। এমনটাই হওয়া স্বাভাবিক। কিন্তু শোনা যাচ্ছে রাজামৌলির ছবিতে কাজ করার জন্য নাকি কোনও পারিশ্রমিকই নিচ্ছেন না রাজামৌলি। তবে ছবির লাভের অংশ নেবেন তিনি।

রাজামৌলির সিনেমা মানেই সেটি হিট করবে। বলা ভাল বক্স অফিসে রেকর্ড তৈরি করবে। সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন পর পর ছবিতেই বাহুবলী দুটি ছবিই বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে গোটা দেশে। তারপরে আবার RRR-ও বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে। সেই সঙ্গে অস্কারও জিতে নিয়ে এসেছে। কাজেই পরিশ্রমিকের পরিবর্তে ছবির লাভের অঙ্ক থেকে ভাগ নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ। তাতে পারিশ্রমিকের দ্বিগুণ টাকা পাবেন অভিনেতা।

কয়েকদিন আগেই মহেশবাবুর একটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন ভাবে দাঁড়াতে পারেনি। মহেশবাবুকে নিয়ে যে ছবিটি তৈরি করছেন রাজামৌলি সেটি মূলত হনুমানজির কাহিনীকে কেন্দ্র করেই। সাধারণত এই ধরনের ঐতিহাসিক ছবিই বেশি করেন পরিচালক। কিন্তু তাতে এমনভাবে চরিত্রায়ণ এবং কাহিনীর মারপ্যাঁচ থাকে যে সাধারণ বাণিজ্যিক ছবি বলেই মনে হয় সেগুলিকে।

ছবির কাহিনী লিখেছে বিজয়েন্দ্র প্রসাদ। আফ্রিকাতে শ্যুট করা হবে ছবিটি। তার জন্য হলিউড থেকে অ্যাকশন ডিরেক্টরদের নিয়ে আসা হচ্ছে। আফ্রিকার জঙ্গলেই একাধিক শ্যুটিং হবে। লর্ড হনুমানের সঙ্গে সামঞ্জস্য রেখেই মহেশবাবুর চরিত্রটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে মহেশবাবুর সিনেমায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। মহেশবাবুর বিপরীতে নাকি থাকবেন তিনি। কেমন হবে সেই কাস্টিং দেখার আগ্রহ রয়েছে সকলেরই। তবে এখনই এই ছবি নিয়ে মুখ খুলতে চাইছেন না পরিচালক থেকে ডিরেক্টর কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *