Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাশ থাকছে ভারতের উপরই। তৃতীয়বার এশিয়ান ক্রিকেট সংস্থার সভাপতি নিযুক্ত হলেন জয় শাহ। ২০২১ সালে প্রথমবার জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নিযুক্ত হন। তখনও বিসিসিআই সচিব ছিলেন জয় শাহ। এরপর ২০২২ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। এবার আরও একবছরের জন্য জয় শাহর কাজের মেয়াদ বাড়ল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান থাকবেন। বুধবার, বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মহাদেশীয় সংস্থার প্রধান হিসাবে তার পুনর্নিযুক্তি সম্মত হয়।এর ফলে এশিয়ান ক্রিকেটের উপর বিসিসিআইয়ের আধিপত্য বজায় থাকবে।

এসিসি মহিলাদের টি২০ এশিয়া কাপ ঘোষণা করেছে যা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। পুরুষ ও মহিলাদের জন্য অনূর্ধ্ব ২৩ কাপটি গত বছর ফিরিয়ে আনা হয়েছিল। এসিসি ২০২৩ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের টুর্নামেন্টও ঘোষণা করেছিল। পুরুষদের এশিয়া কাপের পরের সংস্করণ টি২০ ফরম্যাটে ফিরবে বলে আশা করা হচ্ছে।

এই মুহূর্তে ক্রিকেট প্রশাসকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন নিঃসন্দেহে জয় শাহ । ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র রয়েছেন বিসিসিআই সচিবের পদে। একই সঙ্গে এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা শীর্ষপদও ধরে রাখেলন তিনি। এবার যে তাঁর লক্ষ্য হবে আইসিসির চেয়ার তা কিন্তু বলাই বাহূ‌ল্য। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদে আসীন হন‌ জয় শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *