Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

শেখ শাহজাহানকে পুলিশ আশ্রয় দিয়ে রেখেছে। এমনই কড়া মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনা ১০ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু পুলিশ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি। সেই নিয়েই কটাক্ষ করলেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়নি। এমন কোনও জায়গা নেই। যারা মানুষের চাল – গম নিয়ে দুর্নীতি করেন, তাদের থেকে নিম্নমানের আর কেউ নেই। এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

মকর সংক্রান্তি উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ভীমেশ্বর মন্দিরে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি৷ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে এদিনও আক্রমণ করেছেন তিনি।

সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান কোথায়? কেন তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ? সেই প্রশ্ন উঠছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তও ন্যাজাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শেখ শাহজাহানের আইনজীবী এসেছিলেন কলকাতা হাইকোর্টে। ইডির মামলায় শেখ শাহজাহানকেও যুক্ত করা হোক। এই আর্জি তিনি আদালতে রাখেন। শেখ শাহজাহান কেন আত্মসমর্পণ করছেন না? আইনজীবী গিয়ে মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুক। এমনই মন্তব্য করেছিলেন বিচারপতি।
সোমবার শেখ শাহজাহানকে নিয়ে ফের চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, পুলিশের সংরক্ষণেই শেখ শাহজাহান আছে। পুলিশ তাকে রেখে দিয়েছে। যত দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এনআইএর কাছে যাবে, ততদিন দায়ী করা যাবে না। এজেন্সিকে বিএসএফ, সিআরপিএফের সাহায্যে সুন্দরবন এলাকায় তদন্ত করতে হবে। পুলিশ তুলে দেবে না। পুলিশের সংরক্ষণেই এরা আছে।

তৃণমূলকেও কড়া আক্রমণ করেছেন শুভেন্দু। তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল। পৌষ সংক্রান্তি, রাননবমীতে ছুটি দেওয়া হয় না। সরস্বতী পুজোয় একদিন ছুটি দেয় এই রাজ্য সরকার। পুরুলিয়ায় সাধুদের মারধর করা নিয়েও ফের ক্ষোভ তাঁর গলায়। জঙ্গলের রাজত্ব চলছে এই রাজ্যে। কটাক্ষ শুভেন্দুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *