Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার সময় এক নিষ্ঠাবান যযমানকে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। তার পরের দিনই আবার তাঁকে দেখা গেল একেবারে অন্যভাবে। এবার একেবারে মূর্তিকারের ভূমিকায় দেখা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে দেখা গেল মূর্তিকারের যন্ত্র হাতে তুলে নিতে। সেখােন রাখা নেতাজির মূর্তি গড়ার কাজে হাত দিলেন তিনি। একেবারে অন্য মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী মোদীকে।

লালকেল্লায় নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে পরিক্রম দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল বিকেলে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী মোদী নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রাখা নেতাজির একটি িনর্মিয়মাণ মূর্তি তৈরিতে হাত লাগান তিনি। ছেনি হাতে তুলে িনয়ে নেতাজির মূর্তিতে হাত লাগান তিনি। একেবারে মূর্তিকারের ভূমিকায় দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে।

নেতাজি জয়ন্তীর অনুষ্ঠােন যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নেতাজি গোটা বিশ্বের কাছে ভারতে গণতন্ত্রের জন্মদাত্রী হিসেবে তুলে ধরেছিলেন। যখন বিশ্বের কোনও ব্যক্তি ভারতে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তখনই নেতাজি তাঁদের স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের গণতান্ত্রিক অবস্থানের কথা। অর্থাৎ নেতাজিই যে দেশের গণতন্ত্রকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন সেই বার্তা দিয়েছেন তিনি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু যে ভারতের গণতন্ত্রকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এখনও কতোটা প্রাসঙ্গিক সেই বার্তা দিয়েছেন তিনি। যদিও রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবরে জোয়ারে অনেকটাই ভাঁটা পড়েছিল নেতাজি জয়ন্তীর উদযাপনে। অন্যান্যবার যেখানে সকাল থেকে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান সামিল হয়ে থাকে গোটা দেশ। সেখানে অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। রাতে অবশ্য নেতাজি জয়ন্তীতে যোগ দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *