Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

আজই গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। চাঞ্চল্যকর দাবি করেছেন আপমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় ইডি তাঁকে গ্রেফতার করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আপ নেতা। গতকাল তৃতীয়বার ইডির সমন এড়িয়েছেন তিনি।

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল সহ দিল্লির একাধিক মন্ত্রীর নাম জড়িেয়ছে। ইতিমধ্যেই একাধিকবার এই মামলায় কেজরিওয়ালকে জেরার জন্য তলব করা হয়েছে। প্রথমবার তিিন হাজিরা দিতেও পরের ২ বার ইডির ডাকে সাড়া দেননি কেজরিওয়াল। গত পরশু তাঁকে তলব করেছিল তদন্তকারীরা। কিন্তু তাতে সাড়া দেননি কেজরিওয়াল। হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

তারপরেই তাঁকে গ্রেফতারির জল্পনা শুরু হয়েছে। আপ মন্ত্রী অতশী এবং সৌরভ ভরদ্বাজ গতকাল রাতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ইডি হয়তো কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে। এমনকী বৃহস্পতিবার ইডি কেজরিওয়ালের দফতরে তল্লাশিও চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।

গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ অতশী টুইট করে এই আশঙ্কার কথা জানান। তারপরে আবার আপের আরও দুই মন্ত্রী সৌরভ ভরদ্বাজ টুইটে লিখেছেন যে বৃহস্পতিবার ইডি কেজরিওয়ালের বাড়িতে অভিযান চালাতে পারে। এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারেন। আপের দুই মন্ত্রীর এই টুইট সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকেই কেজরিওয়ালের বাড়ির সামনে পুলিশের বাড়তি তৎপরতা দেখা গিয়েছে। নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে। ইতিমধ্যেই এই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে আপের দুই মন্ত্রী সঞ্জয় সিং এবং মণীশ সিসোদিয়াকে। এরপরে কেজরিওয়ালকে টার্গেট করা হচ্ছে। লোকসভা ভোটের আগে আপের উপর চাপ তৈরি করতেই এজেন্সির এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।
এদিকে আপ নেতাদের এই আশঙ্কার পর সকাল থেকে দিল্লিতে কেজরিওয়ালের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে দিয়েছেন আপ কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে চতুর্থবার ইডি সমন পাঠাতে চলেছে কেজরিওয়ালকে।

ইতিমধ্যেই বিজেপি সুর চড়িয়েছে কেজরিওয়ালের বিরুদ্ধে। বিজেপি নেতা কপিল মিশ্র টুইটে লিখেছেন, পেশাদার অপরাধীর মতো আচরণ করছেন অরবিন্দ কেজরিওয়াল। যেভাবে অপরাধীরা তদন্ত থেকে পালিয়ে বেড়ায় ঠিক তেমন ভাবেই পালিয়ে বেড়াচ্ছেন কেজরিওয়াল। দেশের আইনের শাসকনে অপমান করছেন তিনি। তিনি আরও লিখেছেন যে িনজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য ইডি অনেকবার সুযোগ দিয়েছেন কেজরিওয়ালকে।

এদিকে আজ ফের ইন্ডিয়া ব্লকের বৈঠক। তার আগে কেজরিওয়ালকে নিয়ে এই উত্তেজনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পরিকল্পনা করেই বিরোধী জোটের বৈঠকের আগে ইডি তৎপরতা বাড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *