Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

লোকসভা ভোটের আগে আরও একটি বড় প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মুম্বইয়ে দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করবেন তিনি। মুম্বই থেকে নবি মুম্বইকে সংযোগকারী এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল সেতু।

২ ঘণ্টার পথ এই সেতুতে ২০ মিনিটেই পার করতে পারবেন বাণিজ্যনগরীর বাসিন্দারা। ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু। রয়েছে ৬ লেেনর রাস্তা। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ১৮০০০ কোটি টাকা। লোকসভা ভোটের আগে এই অটল সেতুর উদ্বোধন অত্যন্ত কৌশলী পদক্ষেপ মোদী সরকারের বলে মনে করছে রাজনৈতিক মহল।

২২ কিলোমিটার রাস্তায় প্রতিদিন ৭০,০০০ গাড়ি চলাচল করতে পারে সেই আন্দাজ নিয়েই সব প্রস্তুতি করা হয়েছে। ৬ লেনের রাস্তায় গাড়ির গতি কত থাকবে সেটাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চার চাকার গাড়ির গতিবেগ এই সেতুতে ঘণ্টায় ১০০ কিলোমিটার রাখতে হবে। এর বেশি ওঠা যাবে না। কেবল মাত্র চার চাকার গাড়িই চলবে এই সেতুতে। মোটরবাইক-অটো চলাচল করতে পারবে না।

৫০০টি বোইং বিমানের ওজনের সমান স্টিল ব্যবহার করা হয়েছে এই সেতু নির্মাণে। যার ওজন আইফেল টাওয়ারের ওজনের ১৭ গুণ বেশি। মোট ১৭৭,৯০৩ মেট্রিকটন স্টিল েবং ৫০৪,২৫৩ মেট্রিকটন সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে অটল সেতু। শুধু মুম্বই নবি মুম্বইয়ের মধ্যে দূরত্ব কমানোই নয় এই সেতু মুম্বই এবং পুণে এক্সপ্রেসওয়ের মধ্যেও দূরত্ব কমাবে। এমনকী নির্মিয়মাণ নবি মুম্বই বিমানবন্দরের দূরত্বও অনেকটা কমিয়ে দেবে এই সেতু।

২০১৬ সালে শুরু হয়েছিল এই সেতুর নির্মাণ। ৭ বছর সময় লাগল সেতুটি তৈরি করতে। ভারতের এই অটল সেতু এখন বিশ্বের ১২ নম্বর দীর্ঘতম সেতুতে পরিণত হয়েছে। কাজেই ভারত আরও একধাপ এগিয়ে গেল বিশ্বের দরবারে। ইতিমধ্যেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে কাশ্মীরে তৈরি হয়েছে অটল টানেস। সেটিও মোদী সরকারের এক ঐতিহাসিক কাজ বলে মনে করা হচ্ছে।

আর কয়েকদিন পরেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে একাধিক বড় প্রকল্পের উদ্বোধন করে ধাপে ধাপে লোকসভা ভোটের প্রস্তুতি সেরে রাখছে বিজেপি। এই প্রকল্পগুলিকে সামনে রেখেই লোকসভা ভোটে প্রচার চালাবে বিজেপি। সবার প্রথমেই থাকবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন। ৫০০ বছরের পুরনো বিতর্কের অবসান ঘটিয়ে রাম মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়াকে বিজেপিযে িনর্বাচনী প্রচারে হাতিয়ার করবেই তাতে কোনও সন্দেহ নেই।

আবার চলতি বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে এই অটল সেতুর উদ্বোধন বিজেপিকে অনেকটা এগিয়ে রাখবে ভোটব্যাঙ্কের নিরিখে। শিবসেনা এবং কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে সেখানে শিবসেনার শিণ্ডে শিবিরের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গড়েছে বিজেপি। এই জোট টিকিয়ে রাখতে বিধানসভায় সবরকম প্রচেষ্টা চালাবে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *